নয়াদিল্লি : রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ বেছে নিয়েছে BCCI। এদিকে গম্ভীর নতুন দায়িত্ব পাওয়ার পরই, তাঁর সাপোর্ট স্টাফ কারা হবেন তা নিয়ে বিস্তর লেখালেখি চলছে। যদিও সেইসব নামে এখনও সিলমোহর পড়েনি। সেরকমই ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে নাকি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় তথা কিংবদন্তি জন্টি রোডসকে পছন্দ ছিল গম্ভীরের। যদিও সেই দাবি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড নস্যাৎ করে দিয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। যেখানে এটাও বলা হয়েছে যে, বোর্ড চাইছে সাপোর্ট স্টাফও থাকুক ভারতীয়রাই।


ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের ইস্তফার সঙ্গে সঙ্গে ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠৌড়, বোলিং কোচ হিসাবে পরেশ মাম্রে ও ফিল্ডিং কোচ হিসাবে টি দিলীপের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যদিও, বোর্ড যেহেতু ভারতীয়দেরই কোচিং স্টাফ রাখতে চাইছে, সেক্ষেত্রে দিলীপ ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে থেকে যেতে পারেন বলে খবর। 


প্রসঙ্গত, রাহুলের ছেড়ে যাওয়া জায়গায় গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তাঁর ঘাড় কার্যত বিশাল দায়ভার চাপতে চলেছে। কারণ, দ্রাবিড়-জমানায় ভারতীয় দল প্রচুর সাফল্য দেখেছে। সম্প্রতি শেষ হওয়া টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ২০২৩-এ একদিনের বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছে।


দিনকয়েক আগেই গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করেন BCCI-এর সচিব জয় শাহ। সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। এরপর গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা ছিল। শেষমেশ জানা যায়, তিনিই নিচ্ছেন দ্রাবিড়ের জায়গা। ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হওয়ার পর এক্স হ্যান্ডেলে গম্ভীর লেখেন, 'ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করাই আমার জীবনের সবথেকে বড় সুযোগ। আলাদা টুপি পরে ফিরে আসতে পেরে আমি সম্মানিত। কিন্তু, আমার লক্ষ্য একই, যেটা আগেও ছিল। আর সেটা হচ্ছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন বহন করে মেন ইন ব্লু। এবং আমি আমার ক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব তার সব করব যাতে এই স্বপ্ন সত্যি হয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।