নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ছবি দেখা যাচ্ছে। অতীত থেকে বর্তমানের বিভিন্ন ছবি মুহূর্তেই বদলে যাচ্ছে অ্যানিমেশন স্টাইল ছবিতে। এর পোশাকি নাম ঘিবলি (Ghibli)। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারা মজেছেন এই ঘিবলিতে। এবার চলকি ট্রেন্ডে গা ভাসালেন 'মাস্টার ব্লাস্টার'ও।
ঘিবলি স্টাইলে দুইটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এই দুই ছবিই কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অত্যন্ত চেনা ও পছন্দের। একটি ছবিতে সচিনের ২০১১ সালের বিশ্বকাপ শেষে জাতীয় পতাকা হাতে কোহলিদের কাঁধে চেপে ওয়াংখেড়ে পরিক্রমার। অন্যটি বিশ্বকাপ হাতে 'গেটওয়ে অফ ইন্ডিয়া'র সামনে দাঁড়ানো অবস্থায়। এই ছবি দুইটি শেয়ার করে সচিন তাঁর ক্যাপশনে লেখেন, 'এমন কিছু ট্রেন্ড চলছে বলে শুনলাম। তাই মনে হল ঘিবলি যদি ক্রিকেটের ছবি বানায় তো কেমন হবে?'
একেই চলতি ট্রেন্ড, উপরন্তু সচিনের শেয়ার করা ছবি, তাও আবার বিশ্বকাপ হাতে। তাই স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে তাঁর শেয়ার করা এই ছবি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এর জবাবে অনেকে আবার নিজেদের পছন্দের ক্রিকেটীয় স্মৃতির ছবিও ঘিবলি স্টাইলে তৈরি করে শেয়ার করেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসের ব্য়ালকনিতে জার্সি উড়ানো থেকে ২০০৭ বিশ্বজয়ের পর ধোনির উচ্ছ্বাস, সবকিছুই দেখা যায়।
কিন্তু এই ঘিবলি স্টাইল আসলে কী? স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’–র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
ওপেনএআইয়ের (Open AI) ইমেজ জেনারেশন টেকনোলজির (Image Genaration Technology) লেটেস্ট ভার্সন ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।