ডারবান: ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। এরই মাঝে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের (Australia Cricket Team) জন্য বড় ধাক্কা। চোট পেলেন দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। গোড়ালিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। 


বর্তমানে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সেখানেই বুধবার, ২৩ অগাস্ট অনুশীলনে গোড়ালিতে চোট পান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। সামনেই বিশ্বকাপ, তাঁর আগে ম্যাক্সওয়েলের গোড়ালির এই চোট স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়াচ্ছে। অতীতে এক দুর্ঘটনায় ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। সেই কারণেই আরও বেশি করে তাঁর বিষয়ে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট সর্তকতা অবলম্বন করছে।


অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি জানিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েলকে নিয়ে তাঁরা কোনও ঝুঁকি নিতে আগ্রহী নন। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে তিনি খেলবেন না। ম্যাক্সওয়েলের স্ত্রী সন্তানসম্ভবা। তাই তাঁর স্ত্রীর পাশে থাকতেই তিনি দক্ষিণ আফ্রিকার থেকে আগেভাগেই দেশে ফিরেতেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না খেললেও টনি আশাবাদী যে বিশ্বকাপের প্রাক্কালে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে ফিট হয়ে যাবেন ম্য়াক্সওয়েল।


টনি বলেন, 'ম্যাক্সওয়েল পরের সপ্তাহে তো এমনিই দেশে ফিরছিল। তাই ওকে নিয়ে আমরা এই মুহূর্তে আর ঝুঁকি নিতে চাইনি। আমরা ওর কতটা ফিটনেসে উন্নতি করছে সেই বিষয়ে নজর রাখব, যাতে বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ে ও খেলতে পারে।'


তিনি আইসিসিকে জানান, 'বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের কথা মাথায় রেখেই আমরা ম্যাক্সওয়েলের চোট সারানোর প্রক্রিয়ার দিকে নজর রাখব।' তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার দেশের জার্সিতে ১২৮টি ওয়ান ডে ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩৪৯০ রান করার পাশাপাশি ৬০টি উইকেটও নিয়েছেন। ভারতের মাটিতে তাঁর দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতার পাশাপাশি তাঁর স্পিন বোলিংটা যে অস্ট্রেলিয়ার দলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।


সেই কারণেই অজি সমর্থকরা আরও বেশি করে চিন্তিত।  প্রসঙ্গত, ম্যাক্সওয়েলের বদলে ম্যাথু ওয়েডকে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপের প্রস্তুতিতে চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিলেন শ্রেয়স