বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচে ২১৩ রানের লক্ষ্য খুব কঠিন ছিল না। গুরবাজ, জাদরানের ৯৩ রানের পার্টনারশিপে ভর করে আফগানিস্তান শুরুটাও ভাল করেছিল। তবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) বল হাতে দুরন্ত পারফর্ম করে ভারতকে ম্যাচে ফেরেন। ১৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন তিনি। তবে ঠিক যখন মনে হচ্ছিল ভারত জয়ের দিকে এগোচ্ছে তখনই সবটা গুলিয়ে দেন গুলবদিন নাইব (Gulbadin Naib)। মাত্র ২৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। ৪০ ওভার শেষে রুদ্ধশ্বাস তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AFG 3rd T20I) টাই হয়।
এদিন বড় রান করতে নেমে আফগানিস্তান শুরুটা দুরন্তভাবেই করে। আফগান বোলরারা যেখানে নতুন বল হাতে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন, সেখানে ভারতীয় বোলাররা দাঁতই ফোটাতে পারেননি। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে আফগানিস্তান। ২৯ বলে গুরবাজ নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে অর্ধশতরানের পরেই তাঁকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ৯৩ রানে আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন।
অধিনায়ক ইব্রাহিম জাদরান দেখেশুনে এগোচ্ছিলেন। তিনিও হাফসেঞ্চুরি হাঁকান। তবে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে দুরন্তভাবে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর। আফগানরা অবশ্য হার মানতে নারাজ ছিল। মহম্মদ নবি ও নাইব আফগানিস্তান ইনিংসেক দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যান। ৩৪ রানে নবিকে সুন্দর আউট করলেও, নাইব লড়াই চালিয়ে যান। তিনি কার্যত একা হাতেই আফগানিস্তানের হয়ে শেষের দিকে লড়াই করে দলকে ম্যাচ টাই করাতে সাহায্য করেন।
এরপর সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান তোলে। জবাবে রোহিত দুইটি দুরন্ত ছক্কা হাঁকান। শেষ বলে ভারতের জয়ের জন্য দুই রানের প্রয়োজন ছিল। এই সময়ই মাথা খাটিয়ে রোহিতকে রিটায়ার্ড আউট করিয়ে জোরে ছুটতে সক্ষম রিঙ্কু সিংহকে ক্রিজে নামানো হয়। তবে ভারত মাত্র এক রানই তোলে। ফের টাই হয় ম্যাচ। আবারও দুই দল এক ওভার করে ব্যাট করে। ভারত দ্বিতীয়বার সুপার ওভারে ব্যাট করে মাত্র ১১ রান তোলে। ছোট মাঠে আবেশ না বিষ্ণোই ভারতের হয়ে কে দ্বিতীয় ওভার বল করবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। শেষমেশ বল হাতে পান বিষ্ণোই। তিন বলে মাত্র এক রান দিয়ে দুই উইকেটই নেন বিষ্ণোই। ম্যাচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কেরিয়ার সেরা পঞ্চম স্থানে অক্ষর, আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এগোলেন যশস্বী, দুবেও