ওয়েলিংটন: আগামী ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হতে চলেছে ২ দল। এরপর ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ২ দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন হার্দিক পাণ্ড্য। ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। ২ ফর্ম্যাটেই সাদা বলের সিরিজের জন্য নিউজিল্য়ান্ড স্কোয়াড থেকে বাদ পড়লেন ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্তিল।


নিউজিল্য়ান্ডের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে নজর কেড়েছিলেন তরুণ ফিন অ্যালেন। তিনিও ২ ফর্ম্যাটেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ২০১৭ সালের পর কিউয়িদের ওয়ান ডে  স্কোয়াডে ঢুকে পড়েছেন অ্যাডাম মিলনে।


ওয়েলিংটনে আগামী ১৮ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ২ দল। এরমধ্যেই হার্দিকের নেতৃত্বে গোটা দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও নিউজিল্য়ান্ডের গতিময় পিচের কথা মাথায় রেখে উমরান মালিককেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। 


ভারতীয় শিবিরে মহেন্দ্র সিংহ ধোনি?


অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার হৃদয়ভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেমিফাইনালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে এখনও দুই বছর সময় রয়েছে। সেই বিশ্বকাপের আগে এবারের ব্যর্থতার ময়নাতদন্ত করে ভারতীয় বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড দলের ভাগ্য বদল করতে মহেন্দ্র সিংহ ধোনিকে ফেরাতে আগ্রহী।


ধোনির প্রত্যাবর্তন


খবর অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য ফেরাতে ধোনিকে কোনও না কোনও গুরুত্বপূর্ণ পদে দলের সঙ্গে যুক্ত করতে আগ্রহী বিসিসিআই। অনেকেই মনে করছেন পরের মরসুমের আইপিএলের পরেই খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখবেন ধোনি। ৪১ বছর বয়সি ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাগ্য বদল করার লক্ষ্য়ে বিসিসিআই। এ মাসের শেষের দিকেই বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক বসবে। সেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলেই খবর। যদিও ঠিক কবে এই বৈঠক হবে সেই দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।


আরও পড়ুন: ''রোহিতকে গুডবাই, বিরাটকে হয়ত দেখা যাবে পরের বিশ্বকাপে'', কী বললেন পানেসর?