লন্ডন: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। এরপরই পুরো ছবিটা বদলে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে এবার অদল বদলের দাবি উঠেছে। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এমনকী টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্বভারও রোহিতের থেকে নিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়ার কথা বলছেন অনেকে। এবার সেই একই সুর শোনা গেল প্রাক্তন ইংরেজ স্পিনার মন্টি পানেসরের গলাতেও। রোহিত শর্মা, দীনেশ কার্তিক সহ একাধিক ক্রিকেটারকে আগামী বিশ্বকাপে দেখা যাবে না বলেই মনে করছেন তিনি। 


কী বলছেন পানেসর?


ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্বকাপে পারফরম্যান্স দেখার পর পানেসর বলছেন, ''বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছেন। বয়স ওঁর কাছে একটা সংখ্যা মাত্র। ওঁ যে ফর্মে রয়েছে তাতে ২০২৪ বিশ্বকাপেও বিরাটকে জাতীয় দলে দেখা যেতেই পারে। কিন্তু রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও রবিচন্দ্রন অশ্বিনের মত ক্রিকেটারদের হয়ত আর সেই বিশ্বকাপে দেখা যাবে না। এরকম আরও অনেক প্লেয়ার রয়েছেন, যাঁরা হয়ত টি-টোয়েন্টি থেকে নিজেদের সরিয়ে নেবেন। শুধুমাত্র টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে মনোনিবেশ করবেন।''


এই মুহূর্তে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ভারতীয় দল নিউজিল্য়ান্ড পৌঁছে গিয়েছে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তাঁরা। আগামী ১৮ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। 


ধোনির প্রত্যাবর্তন


খবর অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য ফেরাতে ধোনিকে কোনও না কোনও গুরুত্বপূর্ণ পদে দলের সঙ্গে যুক্ত করতে আগ্রহী বিসিসিআই। অনেকেই মনে করছেন পরের মরসুমের আইপিএলের পরেই খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখবেন ধোনি। ৪১ বছর বয়সি ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাগ্য বদল করার লক্ষ্য়ে বিসিসিআই। এ মাসের শেষের দিকেই বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক বসবে। সেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলেই খবর। যদিও ঠিক কবে এই বৈঠক হবে সেই দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।


অনেক বিশেষজ্ঞই মনে করছেন রাহুল দ্রাবিড়ের পক্ষে তিন ফর্ম্যাটে কোচের দায়িত্ব পালন করাটা বেশ কঠিনই হচ্ছে। সেই কারণেই ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শও অনেক বিশেষজ্ঞই দিয়েছেন। সম্ভবত সেই ধারণা থেকেই ধোনিকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।