মুম্বই: আদৌ কি শুভমন গিল এশিয়া কাপের মঞ্চে দেখা যাবে? প্রাক্তন বিশ্বজয়ী অফস্পিনার হরভজন সিংহ আশাবাদী যে শুভমনকে দেখা যাবে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টেস্ট ফর্ম্য়াটে দেশের জার্সিে অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ইংল্য়ান্ড সফরে। ভাজ্জি মনে করেন গিল যদি মনে করেন তাহলে তিনিও কুড়ির ফর্ম্য়াটের সঙ্গে মানিয়ে চালিয়ে খেলতে পারবেন। যে কোনও ফর্ম্য়াটেই রান করার ক্ষমতা রয়েছে গিলের, এমনটাই মনে করেন প্রাক্তন স্পিনার।
এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''কুড়ির ফর্ম্য়াটে একটা বিষয় বুঝতে হবে যে শুধু বিগ হিটিং করলেই সব হয় না। যদি শুভমন মনে করে ও আক্রমণে যাবে, তাহলে যে কারও মতই চালিয়ে ব্যাটিং করতে পারবে। ওর মত ব্যাটার যে কোনও ফর্ম্য়াটেই বড় রান করতে পারবে। শুধু ১২০ থেকে ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং নয়, ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে শুভমন।''
এরপর হরভজন আরও বলেন, ''হ্যাঁ, এটা সত্যি যে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মার মত প্লেয়াররা রয়েছে। কিন্তু শুভমন গিলকে কোনওভাবেই খাটো করা উচিৎ নয়। ও দারুণ প্রতিভাবান ব্যাটার একজন। যে বিভিন্ন ফর্ম্য়াটেই নিজের জাত চেনাতে পারে। সব ফর্ম্য়াটেই খেলার যোগ্য প্লেয়ার গিল। আমি মনে করি টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও টেস্টের মতই নিজের প্রভাব ফেলতে পারবে ও।''
আইপিএলে কেকেআর ও গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন গিল। এই মুহূর্তে গুজরাতের অধিনায়কও তিনি। চলতি বছরের আইপিএলে ১৫ ইনিংসে পঞ্চাশের ওপর গড়ে ৬৫০ রান করেছেন গিল। ছয়টি অর্ধশতরান রয়েছে। ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল।
গিল শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্যাটে খেলতে নেমেছিলেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২১ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫৭৮ রান করেছেন। একটি সেঞ্চুরি রয়েছে ঝুলিতে।
হরভজনের পছন্দের এশিয়া কাপের স্কোয়াড
আগামী এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড কেমন হতে পারে? হরভজন সিংহ মনে করেন ঋষভ পন্থ চোট সারিয়ে ফিরতে পারবেন টুর্নামেন্টের আগেই। তবে দলে বরুণ চক্রবর্তী, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংহের জায়গা দেননি হরভজন। তিনি বলছেন, ''আমার মতে স্কোয়াড হতে পারে যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, কুলদীপ যাদব, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, কে এল রাহুল, জসপ্রতী বুমরা ও ঋষভ পন্থ।