বেঙ্গালুরু: মাঠে ম্যাচ হেরে গিয়েছে তাঁর দল। তবু মন জিতে নিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
শুক্রবার বেঙ্গালুরুতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির (Syed Mushtaq Ali T20) শেষ চারের ম্যাচে বঢোদরা মুখোমুখি হয়েছিল মুম্বইয়ের (Baroda vs Mumbai)। সেমিফাইনালে বঢোদরাকে হারিয়ে দিয়েছে মুম্বই। টুর্নামেন্টে হার্দিক, ক্রুণাল পাণ্ড্যদের (Krunal Pandya) অভিযানও শেষ হয়ে গিয়েছে। তবে ম্যাচের শেষে হার্দিকের পারফরম্যান্সের চেয়েও বেশি করে আলোচনা হচ্ছে হার্দিকের সৌজন্য নিয়ে।
ঠিক কী এমন করেছেন হার্দিক?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন তিন ক্রিকেটপ্রেমী। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে তাঁরা হার্দিকের কাছে পৌঁছে যান। জড়িয়ে ধরার চেষ্টা করেন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন একজন। দ্রুত নিরাপত্তাকর্মীরা দৌড়ে যান ওই অনুপ্রবেশকারীদের ধরার উদ্দেশে।
সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন হার্দিক। তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন যাতে ওই অনুপ্রবেশকারীদের সঙ্গে কোনও দুর্ব্যবহার না করা হয় বা বলপ্রয়োগ না করা হয়। হার্দিকের এই মানবিক চেহারা দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা। গ্যালারি থেকে হার্দিকের নামে জয়োধ্বনি ওঠে।
প্রিয় ক্রিকেটারকে স্পর্শ করতে অত্যুৎসাহী ক্রিকেটপ্রেমীদের মাঠে ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়। তবে সব সময় তারকা খেলোয়াড়েরা এসবের মধ্যে জড়াতে চান না। নিরুত্তাপ থাকেন। আর এখানেই হার্দিক আলাদা কিছু করার চেষ্টা করেছেন। তিনি উদ্যোগী হয়েছেন যাতে, তাঁর অনুরাগীদের সঙ্গে বলপ্রয়োগ না করা হয়। তাঁর এই সৌজন্যই ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।
শুক্রবার সৈয়দ মুস্তাক আলির প্রথম সেমিফাইনালে বঢোদরার মুখোমুখি হয়েছিল মুম্বই। সেই ম্যাচে বিধ্বংসী ইনিংস খেললেন অজিঙ্ক রাহানে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই রাহানের দৌরাত্ম্যে ছয় উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল মুম্বই। ৫৬ বলে ৯৮ রানের ইনিংস খেললেন রাহানে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে স্বপ্নের ফর্মে থাকা রাহানের এটি পঞ্চম হাফসেঞ্চুরি।
আরও পড়ুন: চিনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।