মুম্বই: দিনকয়েক আগেই কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনে মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিনোদ কাম্বলি (Vinod Kambli)। সেই অনুষ্ঠানেই বিনোদের শারীরিক পরিস্থিতি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছিল। এবার নিজের শারীরিক অবস্থা নিয়ে নিজেই মুখ খুললেন বিনোদ কাম্বলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাম্বলি জানান তিনি ইউরিন ইনফেকশনে ভুগছেন এবং সেই কারণেই তাঁর শরীর এত ভেঙে গিয়েছে। তবে আগের থেকে তাঁর বর্তমান পরিস্থিতি ভাল এবং প্রয়োজনে তিনি পুনরায় রিহ্যাবে যেতেও একেবারে তৈরি। ৫২ বছর বয়সি ভারতীয় প্রাক্তনী বলেন, 'আমি এখন অনেক ভাল আছি। আমার স্ত্রীর আমার খুব খেয়াল রাখে। ওই আমায় তিনটি ভিন্ন হাসপাতালে নিয়ে ছোটে এবং আমায় ফিট হতেই হবে বলে। আমি যখনই পড়ে গিয়েছি, আমার ছেলে আমায় তুলেছে আর আমার স্ত্রী ও মেয়ে সবসময় আমার পাশে থেকেছে। ডাক্তাররা আমায় হাসপাতালে ভর্তি হতে বলেন। প্রয়োজনে আমি রিহ্যাবেও যেতে রাজি। আমি কোনওকিছুকেই ভয় পাই না। আমার পরিবার তো আমার সঙ্গে রয়েছে।'

 

বিনোদ কাম্বলি ও সচিন তেন্ডুলকরের উত্থান একই সময়ে। একই কোচের থেকে তালিমও নেন দুইজনে। তবে 'মাস্টার ব্লাস্টার' যেখানে খ্যাতির শিখরে পৌঁছন, সেখানে কাম্বলি ধীরে ধীরে হারিয়েই যান। অতীতে সচিনের প্রতি ক্ষোভও উগরে দিয়েছিলেন কাম্বলি। তাঁর দাবি ছিল সচিন তাঁকে যথেচ্ছ সাহায্য করেননি। সেই নিয়ে এতদিনে মুখ খুললেন কাম্বলি। তিনি যে স্রেফ বিরক্তি থেকেই এহেন মন্তব্য করেছিলেন বলে জানান কাম্বলি। 

'সেইসময় আমার মনে হয়েছিল যে সচিন আমায় সাহায্য করছিল না। আমি অত্যন্ত বিরক্ত ছিলাম। তবে সচিন ২০১৩ সালে আমার দুইটি অস্ত্রোপ্রচারসহ প্রচুর সাহায্য করেছে। আমরা এমনি কথাবার্তা বলি এবং তারপর স্বাভাবিকভাবেই ছোটবেলার বন্ধুত্ব অগ্রাধিকার পায়।' বলেন ভারতীয় প্রাক্তনী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: খেতাবি লড়াইয়ে পৌঁছনোর পথ কঠিন তবে অসম্ভব নয়, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত?