নয়াদিল্লি: আইপিএল থেকে বহু আগেই ছিটকে গিয়েছে তাঁর দল। মেগা টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সও এমন আহামরি কিছু ছিল না। কিন্তু তা সত্ত্বেও আইপিএল ফাইনালের প্রাক্কালে বারংবার ঘুরেফিরে শিরোনামে উঠে আসছে তাঁর নামই। তিনি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই এখন ট্রেন্ডিংয়ে তাঁর নামই দেখা যাচ্ছে। কারণটা অবশ্য খুব একটা ইতিবাচক নয়। তাঁকে বিশ্বকাপের (T20 World Cup 2024) উদ্দেশে রওনা দেওয়া ভারতীয় দলের (Indian Cricket Team) প্রথম গ্রুপের তারকাদের মধ্যেও দেখা যায়নি। প্রশ্ন উঠে কোথায় হার্দিক?
খবর অনুুযায়ী, ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক হার্দিক আপাতত ছুটি কাটাচ্ছেন। ১৭ মে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল মরশুম শেষ হয়েছে। আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে সময় খুবই কম। সাম্প্রতিক সময়টা হার্দিকের পেশাদার জীবন তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও খুব একটা ভাল যাচ্ছে না। আইপিএলে তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল লিগ তালিকায় সবার নীচে শেষ করে। উপরন্তু, তাঁর এবং নাতাশা স্ত্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে। এই কঠিন সময়ের মাঝে একটু চাপ কাটাতেই সম্ভবত ছুটি কাটাচ্ছেন হার্দিক।
তারকা অলরাউন্ডার ঠিক কোথায় ছুটি কাটাচ্ছেন, তা জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী তিনি বিদেশেই রয়েছেন। সেই রিপোর্টেই দাবি করা হয়েছে যে হার্দিক সেখান থেকেই সরাসরি ভারতীয় দলে যোগ দেবেন। তিনি ভারতীয় দলের প্রথম অনুশীলন সেশনের আগেই নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দেবেন। প্রসঙ্গত, শনিবারই ভারতীয় দলের একগুচ্ছ তারকা বিশ্বকাপ খেলার উদ্দেশে রওনা দেন। খবর ছিল এই তারকাদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকবেন। তবে বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে রোহিতকে দেখা গেলেও বিরাটের দেখা মিলল না।
বিশ্বকাপের উদ্দেশে রওনা দেওয়ার আগে ভারতীয় দল ফটোসেশন করে। সেই ছবিতে রোহিত, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, অক্ষর পটেলদের দেখা মেলে। এইসব তারকাদের সিংহভাগদের দলই আইপিএলের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। প্লে-অফে পৌঁছনো ফ্র্যাঞ্চাইজিতে খেলা ক্রিকেটারদের মধ্যে সিরাজেরই দেখা মিলেছে ছবিতে। তবে তাঁর আরসিবি সতীর্থ বিরাট কোহলিকে অন্তত ছবিতে দেখা যায়নি। খবর অনুযায়ী কিছু কোহলির কিছু প্রয়োজনীয় কাগজপত্রে সই সাবুত বাকি রয়েছে, সেই কারণেই তিনি রোহিতদের সঙ্গে শনিবার বিমান ধরেননি। তবে ৩০ মে তিনি রওনা দেবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে উদ্বেগ! ভারতীয় দলের কোনও তারকাই খেলবেন না আইপিএল ফাইনালে?