নয়াদিল্লি: সেই গত অক্টোবর মাসে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট। তারপর থেকে আর ২২ গজে দেখা যায়নি হার্দিক পাণ্ড্যকে। তবে অবশেষে তাঁর দেখা মিলল, তাও স্বমহিমায়। মাঠে ফেরার লক্ষ্যে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।


গোড়ালিতে চোট লাগার পর হার্দিক মাঠের বাইরেই ছিলেন। তিনি বঢ়োদরায় ভাই ক্রুণাল ও ঈশান কিষাণের সঙ্গে অনুশীলন সারছেন শোনা গেলেও, ভিডিও বা ছবি তেমন দেখা যায়নি। এবার হার্দিক নিজেই নিজের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। সেখানে ব্যাট হাতে ২২ গজে স্বমহিমায় দেখা গেল পাণ্ড্যকে। এগিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা থেকে, স্যুইপ শট, সবই বেরিয়ে এল হার্দিকের ব্যাট থেকে। হার্দিক নিজের অনুশীলনের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আবার ফিরলাম।'


 






সামনেই আইপিএলের (IPL 2024) নয়া মরশুম শুরু হতে চলেছে। এ মরশুমে তিনি গুজরাত টাইটান্স ছেড়ে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন। তবে শুধু খেলোয়াড় হিসাবেই নয়, তাঁকে এবার পল্টনদের নেতৃত্ব দিতেও দেখা যাবে। আইপিএলের পরপরই আবার এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তাই হার্দিকের ফেরাটা মুম্বইয়ের পাশাপাশি টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্যও দারুণ সুখবর। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের নেতৃত্বেই খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে।


তবে ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু ছবিটা ভিন্ন। আন্তর্জাতিক আঙিনায় রোহিতই হার্দিক তথা টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকছেন। তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলতে নামবে ভারত। জল্পনা ছড়িয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কের অধীনে খেলতে পারে ভারতীয় দল। রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেই একাধিক মহলে শোনা যাচ্ছিল।


তবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সাফ জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতের নেতৃত্বের ব্যাটন। বোর্ড সচিব জানান, রোহিতের হাতেই থাকবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব। সেই সঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক কে হবেন, সেটাও জানিয়েছেন বোর্ড সচিব। হার্দিকের হাতেই সম্ভবত থাকবে সহ অধিনায়কের দায়িত্ব। জয় শাহর ঘোষণার পর থেকেই যাবতীয় জল্পনার অবসান হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: প্রত্য়াবর্তনে শতরান হাঁকিয়েই বিশেষ তালিকায় সামিল জাডেজা