ইনদওর: সৈয়দ মুস্তাক আলি টি-২০ (Syed Mushtaq Ali T20) টুর্নামেন্টে রুদ্ধশ্বাস লড়াই হল বঢোদরা বনাম তামিলনাড়ু ম্যাচে (Baroda vs Tamil Nadu)। ইনদওরের হোলকার স্টেডিয়ামে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দীর্ঘ ৬ বছর পর যিনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন । মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতল বঢোদরা। গ্রুপ বি-তে অপরাজিত রয়েছে বঢোদরা। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে তারা।



প্রথমে ব্যাট করে তামিলনাড়ু তুলেছিল ২২১ রান। ৬ উইকেটের বিনিময়ে। বিশাল স্কোর তাড়া করতে নেমে হার্দিক যখন ক্রিজে নামেন, বঢোদরার স্কোর ১৬ ওভারের মধ্যে ১৫২/৬। ক্রুণাল পাণ্ড্যর নেতৃত্বাধীন দলের জয়ের জন্য শেষ ২৬ বলে ৭০ রান প্রয়োজন ছিল। মনে করা হচ্ছিল, ম্যাচ জিতবে তামিলনাড়ুই।


কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন হার্দিক। ম্যাচের মোড় ঘোরানোর জন্য তিনি বেছে নেন ১৭তম ওভার। সেই ওভারে বল করছিলেন গুরজপনিৎ সিংহ (Gurjapneet Singh)। আইপিএলের নিলাম থেকে যাঁকে কিনেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। সেই ওভার থেকে ২৯ রান নেন হার্দিক। চার বলে চার ছক্কা মারেন। সঙ্গে একটি বাউন্ডারি। ম্যাচের রং পাল্টে যায় ওই এক ওভারেই।


 




সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএল নিলামে সিএসকে গুরজপনিৎকে তুলে নিয়েছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক তরুণ পেসারকে রেয়াত করেননি। মাঠের চারপাশে শট খেলতে শুরু করেন। যার মধ্যে কভারে ওপর দিয়ে মারা একটি ছক্কা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ওভারে একটি নো বলও করেন গুরজপনিৎ। ফ্রি হিট থেকেও ছক্কা মারেন হার্দিক।


মাত্র ৩০ বলে ৬৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন হার্দিকই।            


আরও পড়ুন: ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।