মুম্বই: একটা সময় তাঁর ও নাতাশা স্ত্যাঙ্কোভিচের প্রেম-বিয়ে নিয়ে চর্চার শেষ ছিল না। পরে অবশ্য বিচ্ছেদের রাস্তায় হাঁটেন দুজনে। ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবার তাঁর নতুন সম্পর্কে যেন সিলমোহর দিলেন। কার সঙ্গে প্রেম করছেন তারকা অলরাউন্ডার?
কয়েক মাস আগে তাঁর নাম জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে জড়িয়ে জোর জল্পনা চলছিল। তবে মুম্বই বিমানবন্দরে তাঁকে এক মহিলার সঙ্গে দেখা গিয়েছে, যাঁর নাম মাহিকা শর্মা। দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। প্রথমে দুজনই কোনও সম্পর্কে থাকার কথা নিশ্চিত করেননি। তবে বিমানবন্দরে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল। তবে শুক্রবার রাতে ইনস্টাগ্রামে রহস্যের ওপর থেকে পর্দা সরালেন হার্দিক নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে নিজের ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন ভারতের অলরাউন্ডার। দুজনে একে অপরের হাত জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন হার্দিক ও মাহিকাকে।
হার্দিক পাণ্ড্য এবং মাহিকা শর্মার ডেটিংয়ের খবর সামনে আসে কিছুদিন আগে। যখন রেডডিটে মাহিকার তোলা একটি সেলফি প্রকাশ্যে আসে, যার ব্যাকগ্রাউন্ডে একজন মানুষ সংজ্ঞা হারিয়েছিলেন। সেখান থেকেই লোকেরা বিভিন্ন ধরনের দাবি করতে শুরু করেন যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাওয়া ব্যক্তিটি আর কেউ নন, হার্দিক পাণ্ড্য হতে পারেন। হার্দিক এবং মাহিকার ভিডিও সামনে আসার পর, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জিজ্ঞাসা করতে শুরু করেছেন যে এখন জ্যাসমিন ওয়ালিয়া কোথায়?
মাহিকা শর্মা একজন মডেল এবং অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তিনি প্রায়শই ফ্যাশন এবং ফিটনেস সম্পর্কিত ছবি এবং ভিডিও ক্লিপ শেয়ার করেন। তিনি তাঁর স্কুলের পড়াশোনা দিল্লিতে করেছেন। এর পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিটি সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি অর্থনীতি এবং ফিনান্স নিয়েও পড়াশোনা করেছেন। পরে তিনি মডেলিং এবং অভিনয়ে পা রাখেন। মাহিকা কিছু মিউজিক ভিডিও, কিছু সিনেমা ছাড়াও বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনও করেছেন।
২০২৪ সালের ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে তাঁকে মডেল অফ দ্য ইয়ার পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল। এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য হার্দিক চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি। আপাতত তিনি ছুটি কাটাচ্ছেন।