তিরুবনন্তপুরম: আন্তর্জাতিক টি-টোয়ন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ম্য়াচ জয়ের নজির গড়লেন হরমনপ্রীত কৌর। তিনি টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্য়াপ্টেন মেগ ল্যানিংকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই নজির গড়ে ফেললেন হরমনপ্রীত।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ১৩০ ম্য়াচে নেতৃত্ব দিয়ে মোট ৭৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারত কুড়ির ফর্ম্য়াটে হেরেছে ৪৮ ম্য়াচ। পাঁচটি ম্য়াচের কোনও ফল বেরয়নি।