কেপটাউন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আচমকাই চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও তারকা অলরাউন্ডার পূজা ভাস্ত্রাকারকে নাও পেতে পারে দল। 


এক সর্বভারতীয় সাংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী হরমনপ্রীত ও পূজার শরীর এতটাই খারাপ হয়েছিল যে বুধবার স্থানীয় একটি হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়। যদিও তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২ জনেরই ম্যাচ ফিটনেস কতটা ঠিক রয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে। টিম ম্যানেজমেন্ট ও দলের মেডিক্যাল টিম ভীষণভাবে চেষ্টা করছে যাতে এই ২ জনকে সেমিফাইনালে পাওয়া যায়। কিন্তু যদি একান্তই এই ২ জনকে পাওয়া না যায় তবে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে তা। চলতি টুর্নামেন্টে হরমনপ্রীতের অফফর্মই অব্যাহত। চার ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন ভারতের ক্যাপ্টেন। তবে হরমনপ্রীত এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপে সেমিফাইনালে কয়েক বছর আগে ম্যাচ জেতানো শতরান হাঁকিয়েছিলেন। হরমনপ্রীত যদি একান্তই না খেলেন, তবে ইয়াস্তিকা ভাটিয়া রয়েছেন ব্যাক আপ ব্যাটার হিসেবে। এদিকে পূজা যদি না খেলেন তবে দেবিকা বৈদ্যকে খেলানো হতে পারে ভারতীয় একাদশে।


ভারতীয় দলকে ফাইনালে পৌঁছতে যে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল। বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ডও অজিদের বিরুদ্ধে একেবারেই আহামরি নয়। দুই দল এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে, ২২টি ম্যাচে জয় পেয়েছে অজি দল, একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে ভেস্তে যায়। ইতিহাস যে একেবারেই টিম ইন্ডিয়ার পক্ষে নয়, তা বলাই বাহুল্য। তবে এই ইতিহাস বদলে ফেলারই লক্ষ্যে সেমিফাইনালে মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। 


উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে গ্রুপ ২-এ দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। অপরদিকে, নিজেদের গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতে গ্রুপ ১-র শীর্ষে শেষ করেছে অস্ট্রেলিয়া দল।