জোহাসেনবার্গ: আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) আজ ভারতের মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া (India vs Australia)। ১০ দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। অবশেষে সেরা চার দল সেমিতে পৌঁছেছে। নিউল্যান্ডসে আজ মেগ ল্যানিংদের শক্তিশালী অজি ব্রিগেডের মুখোমুখি হরমনপ্রীতরা (Harmanpreet Kaur)। ভারত যেখানে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছে, ১টি ম্য়াচ হেরেছে। সেখানে অস্ট্রেলিয়া তাঁদের গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে জিতেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচবারের জন্য খেতাব জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল তাই কিছুটা হলেও চাপে থাকবে আজকের ম্যাচে। তবে এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভারতীয় দলকে ফাইনালে পৌঁছতে যে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল। বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ডও অজিদের বিরুদ্ধে একেবারেই আহামরি নয়। দুই দল এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে, ২২টি ম্যাচে জয় পেয়েছে অজি দল, একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে ভেস্তে যায়। ইতিহাস যে একেবারেই টিম ইন্ডিয়ার পক্ষে নয়, তা বলাই বাহুল্য। তবে এই ইতিহাস বদলে ফেলারই লক্ষ্যে সেমিফাইনালে মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
ঝুলনের পরামর্শ
প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Gooswami) মনে করছেন এই অজি দলকে কিন্তু হরমনপ্রীতরা হারাতে পারেন। লন গোস্বামীর বলেন, 'আমরা সবাই জানি পাঁচ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ঠিক কতটা শক্তিশালী দল। দলে দারুণ বৈচিত্র রয়েছে এবং ওদের সবদিক থেকেই শক্তিশালী। তাই ওদের হারাতে ভারতকে দারুণ ক্রিকেট খেলতে হবে। অবশ্য এরপরেও বলব ভারতীয় দলের জন্য ওদের হারিয়ে ফাইনালে পৌঁছনো অসম্ভব কিছুই নয়।'
টিম ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারেই আহামরি পারফর্ম করতে পারেনি। তবে এই নিয়ে টানা তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে সক্ষম হয়েছেন হরমনপ্রীতরা। ঝুলন মনে করছেন মাথা ঠান্ডা রেখে, সহজ সরল ক্রিকেট খেলতে পারলেই ভারতীয় দল অজিদের হারাতে পারবে।
'ভারতীয় দলের তরুণীদের উচিত জিনিসপত্র বেশি জটিল না করে, চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলা। কঠিন মুহূর্তগুলিতে মনে দ্বিধা রাখলে চলবে না। যদি চাপের মুখে কোনও বলে বড় শট মারতেই হবে যদি মনে হয়, তাহলে নির্দ্বিধায় বড় শট খেলা উচিত। সেট ব্য়াটারকে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে হবে। এতে ডট বলের সংখ্যাটা আশা করি কমবে।' বলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার।