গাইবেরখা: চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে (IND vs IRE) হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।
হরমনপ্রীতের নজির
এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই। এই দুরন্ত নজির গড়ায় হরমনপ্রীত নিজেও কিছুটা আবেগঘনই। তিনি আইসিসি এবং বিসিসিআইকে ধন্যবাদও জানান।
আবেগঘন হরমনপ্রীত
টসের সময় এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'এই কৃতিত্ব গড়তে পারাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের। আমার সতীর্থরা আমাকে শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন বার্তা শেয়ার করেন। আমাদের এতগুলি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য আইসিসি এবং বিসিসিআইকে অনেক ধন্যবাদ।'
সেমিতে পৌঁছনোর সমীকরণ
বর্তমানে ইংল্যান্ড গ্রুপ ২-তে শীর্ষে রয়েছে। ভারত তিন ম্যাচের দু'টো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান এই একই গ্রুপে চার নম্বরে রয়েছে। তিন ম্যাচ খেলে একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান দল। চার ম্যাচে দুইটিতে জিতে গ্রুপে তিন নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরিস্থিতিতে ভারত যদি আয়ার্ল্যান্ডের কাছে পরাজিত হয়, সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুোই দলের পয়েন্টই সমান থাকবে। তবে রান রেটের বিচারে ভারত সেমিতে পৌঁছে যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করেছ অঙ্কের ওপর।
পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে হলে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। অন্যদিকে ভারতকেও তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে হারতে হবে।
আরও পড়ুন: কোটলা টেস্ট জিতে প্রধানমন্ত্রী সংগ্রহশালা ঘুরে এলেন দ্রাবিড়, রোহিতরা