নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবাসরীয় রাতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টসের (Gujarat Giants) বিরদ্ধে। সেই ম্যাচে ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ব্যাটিং দৌরাত্ম্যে দুরন্ত জয় পেল গতবাবের চ্যাম্পিয়ন মুম্বই। পাঁচ রানে শতরান হাতছাড়া করলেও, হরমনপ্রীতের ব্যাটিং দৌরাত্ম্যেই নাগাড়ে দ্বিতীয়বার ডব্লিউপিএলের (WPL 2024) প্লে-অফে জায়গা পাকা করল মুম্বই ইন্ডিয়ান্স । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিগ তালিকায় একেবারে শেষে থাকা গুজরাত জায়ান্টস। লরা উলভার্ট শুরুটা ভাল করতে না পারলেও, গুজরাত ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক বেথ মুনি ও দায়ালন হেমলতা। দ্বিতীয় উইকেটে দুইজনে ১২১ রান যোগ করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের বিরুদ্ধে আগাগোড়াই দাপট দেখান মুনি ও হেমলতা। নিয়মিত অন্তরালে দুই ব্যাটার বল বাউন্ডারি পার পাঠান।
২৭ বলে অর্ধশতরান পূরণ করেন মুনি, হেমলতার হাফসেঞ্চুরি আসে ২৮ বলে। ১০ ওভার সম্পূর্ণ হওয়ার আগেই শতরানের গণ্ডি পার করে ফেলে গুজরাত। মুনিকে ৬৬ রানে ফিরিয়ে বিধ্বংসী শতরানের পার্টনারশিপ ভাঙেন সঞ্জীবন সঞ্জনা। এরপর থেকে গুজরাত ব্যাটিংয়ের পতন শুরু হয়। একের পর এক উইকেট হারায় গুজরাত। শবনিম ইসমাইল ৭৪ রানে আউট করেন হেমলতাকে। পরপর উইকেট হারানোয় গুজরাত ইনিংস সম্পূর্ণ ছন্দ হারিয়ে ফেলে। তাঁরা শেষ সাত ওভারে মাত্র ৫১ রান তুলে ছয় উইকেট হারায়। নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তোলে গুজরাত।
শেষের ওভারগুলিতে রানের গতি বাড়াতে ব্যর্থতা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সের সামনে কিন্তু বেশ চ্যালেঞ্জিং টার্গেটই খাড়া করেছিল গুজরাত। জবাবে হেইলি ম্যাথিউজ় ১৮ ও ন্যাট সিভার-ব্রান্ট মাত্র দুই রানে সাজঘরে ফিরলেও, মুম্বইয়ের আরেক ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে মিলে ইনিংস সামলান। দুইজনে ৪১ রান যোগ করেন। অর্ধশতরানের দোরগোড়ায় ৪৯ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হন ইয়াস্তিকা। তবে এরপরেই সম্ভবত এ মরশুমের সেরা ইনিংসটি খেলেন হরমনপ্রীত।
দলের প্রয়োজনে গর্জে উঠে তাঁর ব্যাট। মুম্বইয়ের জয়ের জন্য একসময় ৩০ বলে ৭২ রানের প্রয়োজন ছিল। কিন্তু হরমনপ্রীতের আক্রমণের মুখে গুজরাত বোলাররা নিজেদের লাইন এবং লেংথ হারিয়ে বসেন। যেখানে শেষের ওভারগুলিতে গুজরাত তেমন গতিতে রানই তুলতে পারেনি, সেখানে মুম্বইয়ের শেষ ছয় ওভারের চার ওভারেই ১০-র অধিক রান ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা