কেপ টাউন: আবারও এক বিশ্বকাপ, আবারও স্বপ্নভঙ্গ। আবারও সেমিফাইনালে সাত নম্বর জার্সিধারীর রান আউটে বদলে গেল ম্যাচের রঙ। কেপ টাউনে ভারত-অস্ট্রেলিয়ার (INDW vs AUSW) টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালের পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালের একাধিক মিল রয়েছে। সেমিফাইনালে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও জেমাইমা রডরিগেজের পার্টনারশিপ এক সময় ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেও, পাঁচ রানে হেরে টিম ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ হয়। হরমনপ্রীতের ৩৪ বলে ৫২ রানের অনবদ্য ইনিংসও দলকে জয় এনে দিতে পারেনি।


হরমনপ্রীতের চোখে সানগ্লাস


ম্যাচের পর নিয়ম মেনেই প্রশ্নোত্তর পর্বের জন্য হরমনপ্রীতকে ডাকা। সেখানে সানগ্লাস পরেই সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হাজির হন ভারতীয় অধিনায়ক। সেখানেই তিনি সানগ্লাস পরার কারণ ব্যাখা করে বলেন, 'আমি চাই না দেশের কেউ আমায় কাঁদতে দেখুক, সেই কারণেই আমি সানগ্লাস পরে রয়েছি। আমি কথা দিচ্ছি আমরা নিজেদের আরও উন্নত করব এবং দেশকে এভাবে আর কোনোদিনও হতাশ করব না।'


কান্নার কারণ জিজ্ঞেস করা হলে নিজের রান আউটের কথাই বলেন হরমনপ্রীত। 'আমি যে ভাবে রান আউট হয়েছি, সেটার থেকে বড় দুর্ভাগ্য আর কীই বা হতে পারে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে চেয়েছিলাম এবং ম্যাচে শেষ পর্যন্ত ছিলামও। এই চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ।' মত ভারতীয় অধিনায়কের।



সমালোচনার জবাব


একটা রান আউট গোটা ম্যাচের রং পাল্টে দিয়ে গিয়েছে। ৩২ বলে তখন ম্যাচ জিততে ৪০ রান চাই ভারতের। দু রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হরমনপ্রীত কৌর। রিপ্লেতে দেখা যায়, তিনি ,ব্যাট ক্রিজে ঢোকানোর চেষ্টাই করেননি। আর সেই দৃশ্য দেখে বিরক্ত নাসের হুসেন। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, এ তো পুরো স্কুলের ছাত্রীদের মতো ভুল!


ম্যাচের পর হরমনপ্রীতকে নাসের হুসেনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়। হরমনপ্রীত বলেন, 'উনি বলেছেন এ কথা! হতে পারে, হয়তো ওঁর ওটা মনে হয়েছে। তবে ক্রিকেটে এরকম হয়। আমিও এ জিনিস দেখেছি, যখন দুরান নিতে গিয়ে ব্যাটারের ব্যাট আটকে যায়। তবে আমি বলব এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা ফাইনালে যেতে পারিনি কারণ আমরা ফিল্ডিং, ব্যাটিং, বোলিং কিছুই ভাল করিনি।' যোগ করেন, 'আমি বলব এটা ভুল। তবে স্কুল ছাত্রীদের মতো নয়। কারণ আমরা সকলেই পরিণত। যেটা উনি বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত মত। তবে আমি এভাবে দেখি না।'


আরও পড়ুন: স্বপ্ন দেখাচ্ছেন রিচা, সেমিফাইনালে হারের পরেই ঘুরে দাঁড়ানোর হুঙ্কার জেমাইমার