নাগপুর: নিজের প্রথম ওয়ান ডে ম্যাচে খানিক স্নায়ুর চাপ অনুভব করাটা খুবই স্বাভাবিক। সে কোনও ক্রিকেটার যতই তাঁর আগে বাকি ফর্ম্যাটে জাতীয় দলের অভিষেক ঘটিয়ে ফেলুন না কেন। তবে নিজের ছোট আন্তর্জাতিক কেরিয়ারে হর্ষিত রানা (Harshit Rana) এতটুকু প্রমাণ করেছেন যে চ্যালেঞ্জ কঠিন হলেও তিনি পিছপা হন না। নাগপুরে প্রথম ওয়ান ডেতেও ফিল সল্ট তাঁর বিরুদ্ধে এক ওভারে ২৬ রান করার পর স্বাভাবিকভাবেই তাঁর চাপ অনুভাব করার কথা। কিন্তু দিনশেষে সেই সেটব্যাক পিছনে ফেলে তিন তিনটি উইকেট তুলে নিলেন হর্ষিত রানা।
তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে নিজের ওয়ান ডে ক্যাপ পান হর্ষিত। বয়স কম হলেও দারুণ পরিপক্কতা দেখালেন তিনি। শুরুটা তাঁর জন্য ভাল হয়নি। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি।
হর্ষিত জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথোপকথন এবং পরিকল্পনায় হালকা রদবদলই তাঁকে সাফল্য এনে দিয়েছে, তাঁর ভাগ্য ঘুরিয়ে দেয়। বোলিং ইনিংস শেষের পর রানা ব্রডকাস্টারদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, 'ওরা শট মারার জন্য রুম খুঁজছিল। জায়গা দিলেই ওরা হাত খুলছিল এবং আগ্রাসী ব্যাটিং করছিল। তো সেই নিয়েই রোহিত ভাইয়ের সঙ্গে আমি কথা বলি। সিদ্ধান্ত নিই যাই হোক শট মারার জন্য রুম দেব। সেই পরিকল্পনামাফিকই বোলিং করি।'
তাঁর ওয়ান ডে অভিষেক যে স্বপ্নের মতোই হয়েছে, সেকথা একবাক্যে মেনে নিচ্ছেন রানা। তবে এই স্বপ্নের অভিষেকের পিছনে প্রচুর খাটা খাটনিও রয়েছে বলে জানান তিনি। রানাকে বলতে শোনা যায়, 'এটা পুরোটাই আমার কাছে স্বপ্নের মতো। তবে আমি এর জন্য প্রচুর খাটা খাটনি করেছি। সেই খাটা খাটনির ফল অবশেষে পাচ্ছি বলেই মনে হচ্ছে।'
এই ম্যাচে হর্ষিত ইতিহাসও গড়লেন। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি।
আরও পডুন: ফের বিরাট কোহলির হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের ব্যাটন? জল্পনা নিয়ে মুখ খুললেন আরসিবি আধিকারিক