কলকাতা: দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকেন। মহম্মদ শামি (Mohammed Shami) ও হাসিন জাহানের (Hasan Jahan) মধ্যে বহুদিন ধরে বিচ্ছেদের মামলাও চলছে। এইসবের মাঝেই বহুদিন পর শামিকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে একটি পোস্ট করেন হাসিন জাহান।

দুইজনের সম্পর্ক যে বর্তমানে অত্যন্ত তিক্ত, তা বলার জো রাখে না। দিনকয়েক আগেই তাঁদের মামলায় কলকাতা হাইকোর্ট হাসিন জাহানের পক্ষেই এক বড় রান দিয়েছিল। জানিয়ে দিয়েছিল শামিকে তাঁর স্ত্রী ও কন্যার ভরনপোষণের জন্য মোট চার লক্ষ টাকা করে প্রতি মাসে দিতে হবে। এইসবের মাঝেই শামিকে উদ্দেশ্য করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখেন হাসিন। পোস্টটি শুরু হয় 'আমি তোমাকে ভালবাসি' দিয়ে। এত দিনের আইনি লড়াইয়ের পর হঠাৎই হাসিনের এমন মন্তব্য সকলকে খানিকটা হতচকিত করেছিল।

তবে এরপরেই পোস্টের ভাষা এবং ভাবাবেগ সম্পূর্ণ বদলে যায়। শামির উদ্দেশে 'চরিত্রহীন, লোভী এবং নীচু মনের' মতো না না বিশেষণ ব্যবহার করেন হাসিন। শামিকেই তাঁদের বিবাহ ভাঙার জন্য দায়ী করেন হাসিন। পাশাপাশি তাঁর জন্য সতর্কবার্তাও দেন তিনি। এর মধ্যে হাসিন এও লেখেন, 'সাত বছর ধরে আমরা আইনি লড়াই করছি। এটা করে আপনি কী পেলেন?'

 

হাসিনের এই পোস্টের আগে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তারকা ক্রিকেটারকে প্রতি মাসে হাসিনকে মোটা টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ে আইরার জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতে ভরণপোষণ চেয়ে হাসিনের দায়ের করা মামলায় নির্দেশিত টাকার পরিমাণে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলাতেই মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তবে এখানেই শেষ নয়, মাসে চার লক্ষ টাকা করে দিলেই হবে না, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, সাত বছর ধরে (২০১৮ সালে হয়েছিল মামলা) চলছে এই মামলা এবং সেই অনুপাতে সাত বছর মাসিক ৪ লক্ষ টাকা করে হিসেবে বকেয়া টাকাও পরিশোধ করতে হবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকাকে। এর জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে শামিকে।