নয়াদিল্লি: সদ্যই বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। সেই চুক্তি থেকে বাদ পড়েছেন দুই তারকা ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুই তারকার ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের জেরেই তাঁরা চুক্তি থেকে বাদ পড়েছেন বলে মনে করা হচ্ছে। এর স্বপক্ষে, বিপক্ষে সমর্থক থেকে বিশেষজ্ঞ, প্রাক্তনীরা ইতিমধ্যেই নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কিন্তু শ্রেয়স, ঈশানের ভবিষ্যত ঠিক কী?
দলের বার্ষিক চুক্তির মধ্যে থাকা ক্রিকেটাররা বরাবরই নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। শ্রেয়সদের সেই চুক্তি থেকে বাদ পড়ায় তাঁদের অদূর ভবিষ্যতে ভারতীয় দলে সুযোগ পেতে বেশ চাপই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চুক্তির বাইরে থাকলে যে তাঁরা দলে সুযোগ পাবেনই না, এমন কোনও মানে কিন্তু নেই। অতীতে কিন্তু বহু ক্রিকেটাররাই জাতীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েও শুধু দলে সুযোগ পেয়েছেন, তেমনই নয়, বার্ষিক চুক্তিপত্রেও ফিরেছেন।
বর্তমানে সর্বপ্রথম শ্রেয়স এবং ঈশানকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তো ফিরতে হবে এবং ব্যাট হাতে ভুরি ভুরি রান করে দলের একাদশে ফিরতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন শ্রেয়সরা যদি দুরন্ত পারফর্ম করে জাতীয় দলের একাদশে ফিরতে পারেন এবং নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে পারেন, তাহলে তাঁরা নিজেদের চুক্তি ফিরে পেতেই পারেন।
তিনি বলেন, 'নির্বাচকদের মনে ওদের প্রতিভা নিয়ে কোনওরকম সন্দেহ নেই। তবে যদি এনসিএ-র তরফে কাউকে ফিট বলা হয় এবং তারপরেও সেই টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ না দেখায়, তাহলে বিসিসিআই কোন ভিত্তিতে তাকে চুক্তি দেবে? আইপিএলের পর ওরা জাতীয় দলে জায়গা পেয়ে প্রো-রেটা চুক্তি অনুযায়ী যে পরিমাণ ম্যাচ খেলা দরকার, তা খেললে আবার চুক্তিপত্র পেয়ে পাবে।'
তবে বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে কিন্তু সহমত প্রকাশ করছেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। কপিল কারও নাম করেননি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় বোর্ডের পদক্ষেপে তিনি খুশি। কপিল বলেছেন, 'হ্যাঁ, কয়েকজন ক্রিকেটারের সমস্যা হবে। হোক। কিন্তু দেশের চেয়ে বড় কিছু হয় না। ভাল কাজ করেছে বোর্ড। খুব জরুরি পদক্ষেপ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে অভিনন্দন। ঘরোয়া ক্রিকেটকে বাঁচাতে হলে এটা করতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি, যখন দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিতরা ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছে। সঠিক সময়ে বার্তা দিয়েছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সম্মান ফেরাতে এটা করা দরকার।' শ্রেয়স, ঈশানের ভবিষ্যত নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন বহাল রইল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ৬ বছর পর মহিলাদের লাল বলের ক্রিকেট ফিরছে ভারতে, বড় ঘোষণা বোর্ডের