ধরমশালা: বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধরমশালায় (Dharmshala)। কিন্তু সূত্রের খবর, সেই ম্যাচটি ধরমশালা (Dharmshala) থেকে সরতে পারে। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ধরমশালা টেস্ট। তবে বিসিসিআই অন্য মাঠে খেলা আয়োজনের কথা ভাবছে। কারণ ধরমশালা স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হচ্ছে।


বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছুদিনের মধ্যেই বিসিসিআইয়ের তদন্তকারী দল মাঠ পরিদর্শনে আসবেন। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছে পুণে, রাজকোট, বিশাখাপত্তনম ও ইন্দোর। গত ফেব্রুয়ারিতে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।


হাঁটছেন পন্থ


অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।


শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন।


ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা।


যদিও পন্থের ফিট হতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 


পন্থ সেরে উঠলেই তাঁকে সামলাতে হতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভ। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) পন্থকে চড় মারতে চান!


কপিল জানিয়েছেন যে, তিনি ঋষভ পন্থকে খুব পছন্দ করেন। তাঁকে খুব ভালবাসেন। কিন্তু কপিল এ-ও জানিয়েছেন যে, পন্থকে নিয়ে তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ ও বিরক্তি রয়েছে। আপাতত কপিল পন্থের সেরে ওঠার অপেক্ষা করছেন। যাতে তিনি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং তাঁকে চড় মারতে পারেন।