চেন্নাই: বলা হয়, টেস্ট ক্রিকেটে ভারত ঘরের মাঠে বাঘ। গত ১২ বছর দেশে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। শেষ পরাজয় ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangledsh) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের কাছে টেস্টে অপরাজিত ভারত। রোহিত শর্মারা দেশের মাটিতে ফেভারিট হিসাবেই নামছেন।
ম্যাচের আগের দিন ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছেন, 'আমি সব সময় বিশ্বাস করি খেলার সেরা ধরন সেটাই, যেটা মেনে চললে ম্যাচ জেতা যায়। আমি এমন একটা দল তৈরি করতে চাি যারা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় এবং শেখে। সব ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারে। কারণ কোনও একটা ধাঁচ মেনে চললে উন্নতি করতে পারবে না। আমি চাই ছেলেরা সব ধরনের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিক আর উন্নতি করতে থাকুক প্রত্যেক দিন। সেটাই আসল। খেলাধুলোয় কিন্তু ফলটাই আসল। আর আবারও বলছি, সেরা ধরন হল যেটা মেনে চললে ম্যাচ জেতা যায়।'
ভারত কোনওদিন বাংলাদেশের কাছে টেস্টে না হারলেও গম্ভীর বলছেন, 'প্রতিপক্ষ দেখে তো আর মানসিকতা বদলাবে না। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হচ্ছে, প্রত্যেক সেশনে তোমার খিদেটা রয়েছে তো, প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক বলে? কারণ যখন দেশের হয়ে খেলছো, ১৫ জন খেলছে, তখন সবাই সবাইকে হারাতে পারে। তাই আমি মনে করি শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেরাটা দেব, কোনও বড় দলই এরকম ভাবে না। চ্যাম্পিয়ন দল হল তারাই যারা নিজেদের মান নিজেরাই নির্ধারিত করে।'
২০২২ সালের গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হয়েছিলেন ঋষভ পন্থ। ২ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। চুয়াল্লিশের কাছাকাছি ব্যাটিং গড় রেখে রান করেছেন। ৫টি টেস্ট সেঞ্চুরিও রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধেও কি ব্যাট হাতে জ্বলে উঠবেন পন্থ?
কাদের ম্যাচ
সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ
কোথায় খেলা
ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে
কবে, কখন শুরু
ম্যাচটি হবে ১৯-২৩ সেপ্টেম্বর, খেলা শুরু সকাল ৯.৩০
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক ও কালার্স সিনেপ্লেক্স চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের