নয়াদিল্লি: এবার ভারতীয় ফুটবলে গড়াপেটার কালোছায়া। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে জানানো হয় যে আইলিগের (I-League) একাধিক খেলোয়াড়কে গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়। ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) গোটা বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


ফুটবলকে গড়াপেটা মুক্ত করতে ফেডারশন সদা তৎপর বলেই জানান চৌবে। তবে কোন কোন খেলোয়াড়কে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কারা প্রস্তাব দিয়েছিলেন এবং কোথা থেকেই বা ফেডারেশন এই বিষয়ে তথ্য পেল, তা নিয়ে কিন্তু চৌবে কিছুই জানাননি। এক বিবৃতিতে চৌবে বলেন, 'আমাদের একাধিক খেলোয়াড়কে (গড়াপেটার) প্রস্তাব দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা গোটা ঘটনাটিকে খতিয়ে দেখে তদন্ত করার পর প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব। আমরা আমাদের ফুটবলার এবং এই সুন্দর খেলাকে দুর্নীতিমুক্ত রাখতে তৎপর এবং কোনওভাবেই কাউকে এটা নষ্ট করতে দেব না।'


 






চৌবে জানান পরিকাঠামো আরও উন্নত করে খেলোয়াড়, ম্যাচ চালনায় নিযুক্ত আধিকারকদের এইসব জিনিসপত্র কীভাবে বোঝা যাবে এবং সেসব জানার পর কীভাবে কী করতে হবে, সেই শিক্ষা দিতেও তৎপর ফেডারেশন। ২০২৩ সালের আই লিগ মরশুম অক্টোবরে শুরু হয়েছিল। ১৩ দল খেতাব জয়ের লক্ষ্যে লিগে ৪০ টি ম্যাচ খেলে।


গড়াপেটার অভিযোগ কিন্তু ভারতীয় ফুটবলে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই একই অভিযোগ উঠেছে। ২০১৮ সালে ফেডারেশনের তরফে সরকারিভাবে আই লিগ চলাকালীন মিনার্ভা পাঞ্জাবের ফুটবলারদের গড়াপেটার প্রস্তাব দেওয়া নিয়ে তদন্তের কথা ঘোষণা করা হয়। আগের বছর সিবিআইয়ের তরফে গোটা ভারত জুড়ে একাধিক ফুটবল ম্যাচে গড়াপেটা করা হয়েছে সন্দেহে এক তদন্ত করা হয়। গোটা তদন্তে সিবিআই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের থেকে সব ক্লাবের বিষয়ে একগুচ্ছ নথি জমা করেন। সিঙ্গাপুরে বসবাসকারী এক ফিক্সার ম্যাচের ফলাফল বদল করার চেষ্টায় ফুটবলারদের প্রস্তাব দিয়েছিলেন বলে তদন্তে করা হয়।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: লক্ষ্য টেস্ট ক্রিকেট খেলা, সাদা বল বিশেষজ্ঞের তকমা ঝেড়ে ফেলতে মুখিয়ে দীপক চাহার