মুম্বই: আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় (ICC Player of the Month) হওয়ার দৌড়ে থাকা তিন ক্রিকেটার নাম প্রকাশ করা হল। পুরুষদের মধ্য ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন এক ভারতীয় তারকাও। কে তিনি? তিনি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
স্বপ্নের ফেব্রুয়ারি
চোটের কারণে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে রবীন্দ্র জাডেজাকে। তবে মাঠে ফিরেই ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করেছেন জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাডেজা। প্রথম টেস্টে জাডেজা মোট সাত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৭০ রানের ইনিংস খেলেন জাডেজা। দ্বিতীয় টেস্টে তিনি ১০ উইকেট নেন ও ২৬ রান করেন। মূলত তাঁর বোলিং পারফরম্যান্সে ভর করেই অস্ট্রেলিয়াকে পর্যদুস্ত করে ভারত। দুই ম্যাচই জিতে সিরিজে ২-০ এগিয়েও যায় টিম ইন্ডিয়া। সুতরাং, সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাঁর নাম দেখে কেউই খুব একটা অবাক হবেন না। এই প্রথমবার মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনীত হলেন ভারতীয় তারকা অলরাউন্ডার।
দৌড়ে দুই তরুণও
তাঁর পাশাপাশি সেরার দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook) এবং ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি (Gudakesh Motie)। হ্যারি ব্রুক দুর্দান্ত ভঙ্গিমায় নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত টেস্ট সিরিজের পর গত বছরের ডিসেম্বর মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ব ফেব্রুয়ারিতেও তাঁর দাপট অব্যাহত। তিনি ফেব্রুয়ারি মাসে দুইটি অর্ধশতরান এবং একটি শতরান হাঁকান। অপরদিকে, মোতি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে বল হাতে আগুন ঝরান। দুই টেস্টে মোট ১৯টি উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়ে ভর করেই ১-০ সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। বহুদিন ধরেই ভাল স্পিনারের খোঁজে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁরা আশা করবেন মোতি যেন এভাবেই আসন্ন দিনেও পারফর্ম করে যেতে পারেন।
প্রসঙ্গত, পুরুষদের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের পাশাপাশি মহিলাদেরও সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। লরা উলভার্ট, ন্যাট স্কিভার-ব্রান্ট ও অ্যাশলে গার্ডনার রয়েছেন ফেব্রুয়ারির সেরা মহিলা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন। লরা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ২৩০ রান করেছিলেন। ন্যাট সেই টুর্নামেন্টেই ২১৬ রানের পাশাপাশি এক উইকেট নেন। অপরদিকে, অজি তারকা গার্ডনার ১১০ রান ও ১০টি উইকেট নেন বিশ্বকাপে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! শ্রীলঙ্কাকে হুঁশিয়ারি উইলিয়ামসনের