দুবাই: টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার (ICC ODI Cricketer of the Year) নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সদ্যই আইসিসির তরফে সেরা ক্রিকেটার হিসাবে বাবরের নাম ঘোষণা করা হয়। বাবর আজম গত বছরের ওয়ান ডে ক্রিকেটে নয় ম্যাচে ৮৪.৮৭ গড়ে মোট ৬৭৯ রান করেছেন। তিনটি শতরানও হাঁকান বাবর।


টি-টোয়েন্টিতে সেরা সূর্য


গত বছরের মতো এ বছরও আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষেই পাকিস্তানের তারকা ব্যাটার তথা অধিনায়ক। নয়টি ম্যাচে বাবর তিনটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকান। অধিনায়ক হিসাবেও পাকিস্তান অধিনায়ক এই বছরে বেশ সাফল্য পেয়েছেন। তাঁর অধীনে পাকিস্তান কেবল একটি ওয়ান ডে ম্যাচেই পরাজিত হয়। সুতরা্ং, বাবরকে সেরা হিসাবে বেছে নেওয়া খুব একটা কঠিন ছিল না। তিনি আইসিসির সেরা ওয়ান ডে একাদশের অধিনায়কও নির্বাচিত হন।


আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত বছর ৩১টি ইনিংস খেলে মোট ১১৬৪ রান করেছেন সূর্যকুমার। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। গড় ৪৬.৫৬। ঝুলিতে ২টো সেঞ্চুরি রয়েছে। একইসঙ্গে ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সেপ্টেম্বর-অক্টোবরে টানা অর্ধশতরান হাঁকিয়েছিলেন সূর্য (Suryakumar Yadav) অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে।


৪৩টি টি-টোয়েন্টি ইনিংসে ১৫৭৮ রান করেছেন। ২০২১ সালে মার্চ মাসে অভিষেক হয়েছিল সূর্যকুমারের এই ফর্ম্যাটে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে মোট ৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্যকুমার। দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০০০ বা তার বেশি রান করেছেন। এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্য। 


সেরা উদীয়মান


আইসিসির গত বছরের উদীয়মান মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের রেনুকা সিংহ (Renuka Singh)। তিনি গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ১৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ইকনমি ৪.৬২। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২২ উইকেট। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাওন ও ইংল্য়ান্ডের এলিস ক্যাপসি ও ভারতের ইয়াস্তিকা ভাটিয়াকে টেক্কা দিয়েছেন রেনুকা। সাদা বলের ফর্ম্যাটে মোট ২৯ ম্যাচ খেলে ৪০ উইকেট ঝুলিতে পুরেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রেনুকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টি-২০ ম্যাচে ৮টি উইকেট। কমনওয়েলথ গেমস এবং এশিয়া কাপেও তাঁর পারফরম্যান্স অনবদ্য। ১১টি ম্যাচে ১৭টি উইকেট। ইকনমি রেট ৫.২১। রেনুকা বলেন, '২০২১ সালের শেষদিকে ভারতের হয়ে অভিষেক আমার কাছে ছিল স্বপ্নের মতো। মেয়েদের ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে যে আমি সঠিক পথেই রয়েছি। এই যাত্রাপথে সতীর্থ ও কোচদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।'


আরও পড়ুন: নির্ধারিত হল সূচি, কাদের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে ভারত?