রাওয়ালপিন্ডি: রাওয়ালপিন্ডিতে দুই দুরন্ত দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেটবিশ্ব। তবে এক বলও গড়াল না। বৃষ্টিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার (AUS vs SA) ম্যাচ বাতিল হয়ে গেল। দুই দলের মধ্যেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে এই ম্যাচে মাঠে নামতে চলেছিল। এই ম্যাচে যে দল জয়ী হত, গ্রুপ 'বি' থেকে তাঁরা প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পথে এক পা বাড়িয়েই রাখতে পারত। তবে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়ায় দুই দলের দখলেই বর্তমানে তিন পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্য়াচে এক পয়েন্ট করে ভাগ হয়ে যাওয়ায় তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে কেমন কী প্রভাব পড়ল?
আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ের সুবাদে +২.১৪০ নেট রান রেট রয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার নেট রান রেট +০.৪৭৫। বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রোটিয়ারাই সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে। তেম্বা বাভুমার দল নিজেদের ফাইনাল গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছে যাবে। এমনকী সেই ম্যাচে পরাজিত হলেও, ইংল্যান্ড যদি আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারে, তাহলেও প্রোটিয়াদের সেমিফাইনাল পাকা।
অপরদিকে, দুই বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ভাগ্যও কিন্তু তাঁদের নিজেদেরই হাতে। অজ়িরা শেষ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারালে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। সেই ম্যাচে পরাজিত হলে অজ়িদের আবার দক্ষিণ আফ্রিকার ওপর নির্ভরশীল থাকতে হবে। প্রোটিয়াদের সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারাতে হবে।
ইংল্যান্ডের ক্ষেত্রে বর্তমানে টুর্নামেন্টে একেবারে নক আউট টুর্নামেন্টের সমান। সেমিফাইনালে পৌঁছতে হলে জস বাটলারদের সোজা অঙ্ক। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়। ইংল্যান্ড বনাম আফগানিস্তান (AFG vs ENG) ম্যাচের ফলাফলই কিন্তু গোটা গ্রুপ 'বি'-র ভাগ্য, ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হেরে যায়, তাহলে সেক্ষেত্রে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে জয়ী দলই সেমিফাইনালে পৌঁছবে।
আরও পড়ুন: আয়োজক পাকিস্তান হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরোয়া দলের সুবিধা পাচ্ছে ভারত! সরব প্রাক্তনীরা