দুবাই: প্রতিটি আইসিসি ইভেন্টের আগে আয়োজক দেশে একবার প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে ফটোশ্যুটের আয়োজন হয়ে থাকে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়ত তেমনটা হচ্ছে না। তার অন্য়তম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে রোহিত শর্মার পাকিস্তানে না যাওয়া। সূত্র মারফৎ জানা গিয়েছে যে রোহিত শর্মাকে পাকিস্তানে ক্যাপ্টেনদের ফটোশ্যুটে উপস্থিত থাকার ব্য়াপারে সবুজ সংকেত দেয়নি বোর্ড। তাই তিনি হয়ত যাচ্ছেন না। তার জন্য পুরো ফটোশ্যুটের অনুষ্ঠানই বাতিলের পথে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য বিষয়টিকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে। তাদের তরফে জানানো হয়েছে যে প্রতিটি দলের ঠাসা সূচি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তার জন্যই অধিনায়কদের নিয়ে ফটোশ্যুটের প্ল্যানিং বাতিলের ভাবনা চিন্তা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির কিছুদিন আগে পর্যন্তও ওয়ান ডে সিরিজ খেলবে। অস্ট্রেলিয়া আবার টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ওয়ান ডে সিরিজও খেলবে তাঁরা। তবে পিসিবি সূত্র জানিয়েছেন, আগামী ১৬ ফেব্রুয়ারি লাহোরে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সফর করার বিষয়ে সরকারের থেকে কোনও সবুজ সংকেত এবারও পায়নি। তার জন্যই তাঁদের না খেলা নিয়ে প্রথমে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়। পরে ঠিক হয় হাইব্রিড মডেলেই ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে। সেক্ষেত্রে দুবাইয়ে তাদে সব ম্য়াচগুলো খেলতে নামবে টিম ইন্ডিয়া। এমনকী ফাইনালেও যদি ভারত জায়গা পাকা করে নেয়, তবুও তারা দুবাইতেই খেলতে নামবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২০ ফেব্রুয়ারি।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের আগে বারবার ধাক্কা খেতে হচ্ছে পিসিবিকে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। আর ঠিক সেই সময়ই আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে সরে দাঁড়ালেন জেফ অ্যালার্ডাইস। নেপথ্যে কি পাকিস্তানের অব্যবস্থা? সেরমকই তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও স্টেডিয়ামের কাজ এখনও সম্পূর্ণ করতে পারেনি পাক ক্রিকেট বোর্ড। সেই জন্যই হয়তো পদত্যাগ করতে বাধ্য হলেন আইসিসির সিইও অ্যালার্ডাইস।  পাক ভূখণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি বলে খবর।