দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালের আগেই বড় ধাক্কা। অনুশীলনে চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল খেতাবি লড়াইয়ে নামার আগে যা ভারতীয় দলের জন্য অবশ্যই খারাপ খবর। হাঁটুতে চোট পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অনুশীলনের সময় এক পেস বোলারের বলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন কিং কোহলি। তৎক্ষনাৎ অনুশীলন বন্ধ করে দেন তারকা ব্যাটার। ফিজিওকে ডেকে নেন। স্প্রে করা হয়েছিল ব্যথার জায়গায়। এছাড়াও ব্যান্ডেজ লাগানো হয়। এরপর আর ব্যাটিং অনুশীলন এদিন করেননি কোহলি। তবে ভারতীয় দল সূত্রে খবর, ফাইনালে খেলবেন কোহলি। চোট ততটা গুরুত্বপূর্ণ নয়।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে লিগের ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্য়াচে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে অনুশীলন সারছিল ভারতীয় দল। গোটা টুর্নামেন্টই ভারত তাদের ম্য়াচগুলো দুবাইয়ে খেলছে। আর আইসিসি অ্য়াকাডেমিতেই নিজেদের অনুশীলন সারছে ভারতীয় দল। সেখানেই অনুশীলনের সময় চোট পান কোহলি। 

এদিকে ফাইনালে কোহলির ব্যাট চললেই তিনি ভেঙে দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি গোটা কেরিয়ারে মোট ৪ বার আইসিসি ওয়ান ডে ইভেন্টের ফাইনাল খেলেছেন। ব্যাট হাতে দুই ইনিংসে তিনি ১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৭০.৫। এছাড়া তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি।

বিশ্ব ক্রিকেটের নিরিখে এই তালিকায় সবার উপরে নাম রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। তিনিও ওয়ান ডে ক্রিকেটে মোট ৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। ৬৫.৫ ব্যাটিং গড়ে মোট ২৬২ রান করেছেন গিলক্রিস্ট। সেরা পাঁচের তালিকায় ঢুকতে গেলে কিংগ কোহলিকে আরও ৪০ রান করতে হবে। আর একটা সেঞ্চুরি করতে পারলেই তিনি সেরা তিনে উঠে আসবেন। কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ১২৬ রান করতে পারলেই গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দেবেন।

ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বিরাট কোহলি মোট ৪ বার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন। চার ফাইনালে কোহলি মোট ১৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৪.২৫। একটি হাফসেঞ্চুরি করেছেন কিংগ কোহলি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সর্বাধিক রানের মালিক হওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। আর ৫ রান করতে পারলেই কোহলি ভেঙে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।