মুম্বই: পিঠের চোট তাঁকে ছিটকে দিয়েছিল চ্য়াম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে। কিন্তু দেশের সব খেলায় চোখ রাখছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচের সময় দুবাইয়ে পৌঁছে গিয়েছিলেন আইসিসি অ্য়াওয়ার্ড নিতে। এবার ভারতীয় দল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করতেই সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মাত্র একটি শব্দেই ভারতীয় ক্রিকেট দলের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্য়ান্সকে তুলে ধরেছেন তারকা ডানহাতি পেসার।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারতীয় ক্রিকেট দল। এরপরই সোশ্য়াল মিডিয়ায় বুমরা লিখেছেন, 'Unstoppable', অর্থাৎ 'অপরাজেয়'। গোটা টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করেছে টিম ইন্ডিয়া, সেটিই বোঝাতে চেয়েছেন বুমরা ওই একটি শব্দের মাধ্যমে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক দ্বৈরথের আগে বুমরা হাজির হয়ে গিয়েছিলেন দুবাইয়ে। আর সটান নেমে পড়েছিলেন মাঠে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন বুমরা। সমর্থকরা জয়ধ্বনি দিলেন। আলোচনা শুরু হয়ে গেল, ভারত কি তবে পাক-যুদ্ধে পেয়ে যাবে বুম বুম বুমরাকে? তবে বুমরা ম্যাচ খেলার জন্য আসেননি। এসেছিলেন পুরস্কার নিতে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকে জানিয়ে দেওয়া হল, কেন দুবাইয়ে হাজির বুমরা । ভারতীয় ফাস্টবোলারের ছবি পোস্ট করে আইসিসি লিখল, 'আইসিসি পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা । সেই সঙ্গে বর্ষসেরা দলের ক্যাপও তুলে দেওয়া হল তাঁর হাতে । আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার হিসাবে সম্মান তুলে দেওয়া হল বুমরার হাতে। সেই সঙ্গে আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রয়েছেন তিনি।'
আইসিসির কোনও ইভেন্টে নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে জয়। এর আগে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ২৬১ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।
রোহিত শর্মা অস্ট্রেলিয়া ম্য়াচের পর নতুন বিশ্বরেকর্ড গড়লেন অধিনায়ক হিসেবে। বিশ্বের প্রথম ক্যাপ্টেন যিনি আইসিসির সবকটি ইভেন্টের ফাইনালে উঠেছেন। ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই বছরই ওয়ান ডে বিশ্বকাপেও দেশের মাটিতে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রােহিতের দল। আর এবার চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালেও জায়গা পাকা করে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। একজন অধিনায়ক আইসিসির সব ইভেন্টের ফাইনালে উঠেছেন দলকে নিয়ে, এমনটা এর আগে কখনও হয়নি।