দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। আর তার আগেই বড় ধাক্কা অজি শিবিরে। চোট আতঙ্ক স্টিভ স্মিথের দলে। কাফ মাসলে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান এই তরুণ তারকা। আশা করা হয়েছিল যে সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে।
শর্ট আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ্রুতগতিতে ২০ রান করেছিলেন। এরপরই বৃষ্টির জন্য খেলা স্থগিত হয়ে যায়। শর্টের চোট প্রসঙ্গে অজি অধিনায়ক স্মিথ জানিয়েছেন, "ওঁর কাফ মাসলের চোট প্রথমে ভেবেছিলাম অত সিরিয়াস কিছু হবে না। কিন্তু এখনও যন্ত্রণা অনুভব করছে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দিনও এগিয়ে আসছে। তাই আমাদের পরিবর্ত খুজে নিতেই হল।"
শর্টের পরিবর্ত কনোলি এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ৩টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। বাঁহাতি ব্যাটার কনোলি বলও বাঁহাতে করেন। তাঁর অফস্পিন কিন্তু দুবাইয়ের পিচে অজি শিবিরের জন্য কার্যকরী হতে পারে, যদি কনোলিকে খেলানো হয় তো।
বিরাট ধাক্কা পাকিস্তানের
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিরাট অঙ্কের লাভের আশায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই লাভের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই প্রকৃতি বাদ সেধেছে। বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের টিকিটের দাম ফেরাতে হচ্ছে পিসিবি-কে। আইসিসির নিয়ম মেনে ওই দুই ম্যাচের টিকিটের দাম সমর্থকদের ফেরাবে পিসিবি। ফলে পাকিস্তানের লাভের অঙ্ক অনেকটাই কমে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে একটা বলও খেলা হয়নি। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য ম্যাচ শেষ হয়নি। তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী যে ম্যাচগুলিতে একটা বলও খেলা হয়নি, সেগুলির টিকিটের দাম সমর্থকদের ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই মতো বিজ্ঞপ্তিও দিয়েছে পাক বোর্ড। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম অবশ্য ফেরাতে হচ্ছে না, যেহেতু ম্যাচটি শুরু হয়েছিল।