মুম্বই: তাঁকে অনেকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসাবে চিহ্নিত করছিলেন। এমনকী, তিনি নিজেও নাকি পাখির চোখে ভারতীয় ক্রিকেটের হটসিট দেখতে পাচ্ছিলেন। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নিজের দাবি জোরাল করতে আইপিএলেও নেতৃত্ব দিতে চেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যে তথ্য ফাঁস করেছিলেন আইপিএলে গত মরশুম পর্যন্ত যে দলের হয়ে পন্থ খেলেছেন, সেই দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দল।
তবে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দৌড় থেকে কি ছিটকে গেলেন পন্থ? শনিবার জোরাল প্রশ্ন উঠে গেল। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের সহ অধিনায়ক বেছে নেওয়া হল শুভমন গিলকে। পন্থ দলে রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, কে এল রাহুল ওয়ান ডে ক্রিকেটে উইকেটকিপিং করতে রাজি হয়ে গেলে পন্থ দ্বিতীয় কিপার হিসাবে দলে থাকবেন।
শুভমনকে সহ অধিনায়ক বেছে নেওয়ার মাধ্যমেই যেন পন্থকে বড় বার্তা দিলেন নির্বাচকেরা। ঠারেঠোরে যেন বুঝিয়ে দিলেন, ভারতীয় দলের ভবিষ্যতের নেতৃত্বের নীল নকশায় তিনি নেই।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস পন্থকে রিটেন করেনি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে জানা গিয়েছিল, পন্থ নিজেই নাকি দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি। চেয়েছিলেন নিলামের টেবিলে উঠতে। নিলাম থেকে তাঁকে রেকর্ড দামে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দলের নেতৃত্বভারও উঠতে পারে দিল্লির ক্রিকেটারের হাতে।
আইপিএল নিলামের পরই দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দল বলেছিলেন, পন্থ তাঁকে জানিয়েছেন যে, তিনি ভবিষ্যতে ভারতীয় দলের নেতৃত্বের দাবিদার হিসাবে নিজেকে মেলে ধরতে চান।
তবে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে শুভমন গিলকে সহ অধিনায়ক বেছে নিয়েছেন নির্বাচকেরা। নিশ্চিতভাবেই যে সিদ্ধান্তে অনুমোদন রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। অনুমোদন নিশ্চয়ই দিয়েছেন জয় শাহও। আইসিসি চেয়ারম্যান হয়ে গেলেও ভারতীয় বোর্ডের কার্যকলাপ যে তাঁর অঙ্গুলিহেলনেই চলে, বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন ইংরেজ তারকা, ইডেনে যুদ্ধের আঁচ বাড়িয়ে কখন আসছেন গম্ভীর-সূর্য-হার্দিকরা?
রোহিতকে চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক করা হয়েছে। তবে ৩৭ বছরের রোহিত যে আর খুব বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, তা স্পষ্ট। সেক্ষেত্রে ভবিষ্যতের অধিনায়ক বাছার কাজও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছিল, কোচ গৌতম গম্ভীর নাকি যশস্বী জয়সওয়ালকে অধিনায়ক হিসাবে দেখতে চান। তবে শুভমনকে সহ অধিনায়ক বেছে নিলেন নির্বাচকেরা। বুঝিয়ে দিলেন, ভবিষ্যতেও তাঁকেই অধিনায়ক করার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।
পন্থের জন্য দৌড়টা এখন ভীষণই দুর্গম।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশ ফাঁস হয়ে গেল? দল দেখে কী পূর্বাভাস বিশেষজ্ঞদের?