দুবাই: ক্রিকেটকে (Cricket News) মহান অনিশ্চয়তার খেলা বলা হয় । এই খেলায় কখন কী হয়ে যায়, তা কেউ আন্দাজ করতে পারেন না । এমনই একটি ঘটনা সামনে এসেছে, যা ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে । একটি ওয়ান ডে ম্যাচে একটি দল মাত্র পাঁচ বলেই জয়লাভ করেছে । যদিও নিয়ম অনুযায়ী ওয়ান ডে ম্যাচটি ছিল পুরো ৫০ ওভারের । কিন্তু ৫ বলেই হয়ে গেল ফয়সালা! কীভাবে এটা সম্ভব?
এই ঘটনাটি আইসিসি পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আমেরিকা পর্বের কোয়ালিফায়ারের একটি ম্যাচে ঘটেছে । যেখানে কানাডার অনূর্ধ্ব ১৯ দল আর্জেন্তিনার অনূর্ধ্ব ১৯ দলকে ৫০ ওভারের ম্যাচে মাত্র পাঁচ বল ব্যাটিং করে হারিয়ে দিয়েছে । এই ম্যাচটি সমগ্র ক্রিকেট বিশ্বের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ।
৫০ ওভারের ম্যাচে মাত্র ২৩ রানে অল আউট আর্জেন্তিনা
এই ম্যাচে আর্জেন্তিনা অনূর্ধ্ব ১৯ দল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় । কিন্তু দলের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় । কানাডা অনূর্ধ্ব ১৯ দলের আগ্রাসী বোলিংয়ের সামনে আর্জেন্তিনা অনূর্ধ্ব ১৯ দল মাত্র ১৯.৪ ওভারে ২৩ রানে অল আউট হয়ে যায় । দলের ৭ জন খেলোয়াড় কোনও রান না করেই আউট হন । পুরো দলের ইনিংসে মাত্র একটি চার ও একটি ছক্কা হয়েছে । আর্জেন্তিনা দলের কোনও খেলোয়াড়ই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি ।
মাত্র ৫ বলে ২৪ রানের লক্ষ্য পূরণ
২৪ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে কানাডা অনূর্ধ্ব ১৯ দল মাত্র ৫ বলেই ম্যাচ জিতে নেয় । কানাডা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে যুবরাজ সামরা ৪ বলে ২ টি চার ও ২ টি ছক্কা মারেন । আর্জেন্তিনার দল তিনটি রান অতিরিক্ত দেয় । অন্যদিকে, অন্য ওপেনার ধর্ম পটেল ১ বলে ১ রান করেন । এইভাবে পাঁচ বলেই ২৪ রানের লক্ষ্যপূরণ করে কানাডা । সব মিলিয়ে মেসির দেশকে ক্রিকেট মাঠে চরম অস্বস্তির মুখে পড়তে হল ।