দুবাই: পাকিস্তানের (Pakistan) মাটিতে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর। কিন্তু সেই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ করা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। ভারত সরকারের তরফে পাকিস্তানের রোহিত, বিরাটদের খেলতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে বোর্ডের তরফে আর্জি জানানো হয়েছে আইসিসির কাছে যাতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয় টুর্নামেন্ট। তাতে ভারত দুবাই অথবা শ্রীলঙ্কার মধ্য়ে কোনও একটি দেশে ম্য়াচগুলো খেলবে। উল্লেখ্য, ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তানে কোনও সফর করে ভারতীয় ক্রিকেট দল। জঙ্গী হানার আশঙ্কাতেই দলের নিরাপত্তা স্বার্থে প্লেয়ারদের পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ায় ছাড়পত্র দিতে চায় না ভারত সরকার। 


সূত্রের খবর, আইসিসি এই বিষয়ে ইতিমধ্য়েই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৯ জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক কনফারেন্সে এই নিয়ে আলোচনাও হতে চলেছে। সেখানে শ্রীলঙ্কা ও দুবাইয়ের মধ্য়ে কোনও একটি স্থানকে ভারতের খেলার জন্য বেছে নেওয়া হতে পারে কি না তাও দেখা হবে। আপাতত যা খবর, দুবাই ও করাচির মধ্যে দূরত্ব যেহেতু কম, তাই দুবাইকেই বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হতে পারে। গত বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারতীয় দল পাকিস্তানে না খেলতে যাওয়ায় তাদের সব ম্য়াচই আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায়। 


যদি চ্য়াম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে খেলা হয়, সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল ম্য়াচে পাকিস্তান থেকে সরতে পারে। এখনও পর্যন্ত যে সূচি তাতে ভারত, পাকিস্তান, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ রয়েছে গ্রুপ এ-তে। অস্ট্রেলিা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ বি-তে। ১৯৯৬ সালে সহ আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম কোনও টুর্নামেন্ট হতে চলেছে আইসিসির। যা এককভাবে আয়োজন করার কথা ছিল পিসিবির।


এদিকে, বিসিসিআইয়েক চাপে ফেলতে নতুন কৌশল নিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে ভারত সরকার যে রোহিতদের খেলতে পাঠাতে রাজি নয়, তা লিখিত আকারে যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আইসিসির কাছেও পিসিবির তরফে জানানো হয়েছে, যেন তারা বিসিসিআইয়ের থেকে লিখিত নেন যে ভারত সরকারের দাবিদাওয়া। এমনকী যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না যায় তবে ২০২৬ টি-টােয়েন্টি বিশ্বকাপেও বাবররা খেলতে আসবেন না ভারতে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটা ২০২৩ বিশ্বকাপের আগেও পিসিবির তরফে বলা হয়েছিল। যদিও পরে বাবরা খেলতে আসেন।