মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন অধিনায়ক হিসেবে। এরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানোর বিষয় কিছুই জানাননি হিটম্য়ান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে। এছাড়াও রোহিতের নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে ভারতীয় ক্রিকেট দল। এবার নিজেই অসর ইস্যু নিয়ে মুখ খুললেন রোহিত। 


বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন রোহিত। কিছুদিন আগেই উইম্বলডনের মঞ্চেও দেখা গিয়েছিল হিটম্য়ানকে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটের অন্য়তম সেরা ব্যাটার রোহিত। ১৫৯ ম্য়াচে মোট ৪২৩১ রান করেছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও রোহিতের ঝুলিতে। মোট পাঁচটি শতরান হাঁকিয়েছেন তিনি। ২০০৭ সালে প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ২০২৪ সালে ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। বিরাট কোহলি মাঠেই ম্য়াচের শেষে অবসরের কথা ঘোষণা করলেও রোহিত তাঁর টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে এসে। এবার ডালাসে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোহিত। সেখানেই হিটম্য়ানকে তাঁর কেরিয়ার ও অবসর নিয়ে প্রশ্ন করা হলে ভাতের ওয়ান ডে ও টেস্ট অধিনায়ক বলেন, ''আমি আপাতত বলতে পারি যে আমি এতদূর মনে করি না। তাই স্পষ্টতই আপনারা আমাকে আরও কিছু সময়ের জন্য খেলতে দেখবেন দেশের জার্সিতে।'' উল্লেখ্য়, একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে আমেরিকায় এসেছিলেন রোহিত।


 






কিছুদিন আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বেই খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেখানেও খেতাব জয়ের জন্যই ঝাঁপাবে টিম ইন্ডিয়া। 


রোহিত, বিরাটের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর মঞ্চেই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব ফুরিয়েছিল রাহুল দ্রাবিড়েও। রোহিতের সঙ্গে জুটি বেঁধে দ্রাবিড় কাজ করে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে। কোচের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে রোহিত লিখেছিলেন, ''প্রিয় রাহুল ভাই, আমার অনুভূতি বর্ণনা করার জন্য সঠিক শব্দ খোঁজার চেষ্টা করছিলাম। কখনও পারব কি না জানি না। তবু একটা চেষ্টা করলাম। কোটি কোটি মানুষের মতো ছোটবেলা থেকে আমিও আপনাকে দেখে বড় হয়েছি। তবে আমি ভাগ্যবান যে এত কাছ থেকে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যাবতীয় পুরস্কার, কৃতিত্ব বাড়ির দরজায় রেখে আপনি আমাদের কোচ হিসাবে কাজ করতে এসেছিলেন। নিজেকে এমন স্বস্তির জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে যে কেউ আপনার সঙ্গে যখন খুশি খোলামনে কথা বলতে পারত। এত বছর ক্রিকেট খেলার পরেও এটাই আপনার উপহার, নম্রতা এবং ভালবাসা।''