নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সামনেই আবার ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023), সেই বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ১৫ সদস্যের দল ঘোষণা করার শেষ দিন ৫ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিজেদের দল ঘোষণা করে দিলেও, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া নিজেদের দল ঘোষণা করেনি। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।


একাধিক রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচের পরের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বরই ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করবে। যদিও অধিনায়ক রোহিত শর্মার মতে কারুর জন্যই এখনও জাতীয় দলের দরজা বন্ধ নয়। তবে এশিয়া কাপের ১৭ জনের দলের মধ্যে থেকেই যে মোটামুটি বিশ্বকাপের ১৫ সদস্যকে বেছে নেওয়া হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর। 


বিশ্বকাপের আগে অধিনায়ক হিসাবে রোহিতের অগ্নিপরীক্ষা হতে চলেছে এশিয়া কাপে। এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহাল নেই, নেই অশ্বিন। এমনকী এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দেরও কাউকে কাউকে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তেই হবে। এমন পরিস্থিতিতে রোহিত মনে করেন, প্রত্যেক ক্রিকেটারের নিজের ভূমিকা নিয়ে স্বচ্ছ থাকা উচিত। তিনি বলছেন, 'সেরা দল বাছতে গেলে কেউ কেউ বাদ পড়বে নানা কারণে। আমি ও রাহুল ভাই সব সময় নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি তাদের বোঝানোর যে, কেন তারা বাদ পড়েছে।'


রোহিত যোগ করেছেন, 'প্রত্যেক দল নির্বাচনী বৈঠকের পর বা প্রথম একাদশ নির্বাচনের পর আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। মুখোমুখি কথা বলি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলি এবং বোঝাই, কেন তাদের নেওয়া হল না।'


ভারতের এশিয়া কাপ দল


রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারহার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এখনও সারেনি চোট, পাকিস্তান, নেপালের বিরুদ্ধে নেই কেএল রাহুল