নয়াদিল্লি: ষষ্ঠবারের মত ওয়ান ডে বিশ্বকাপ জিতে নিয়েছে অজিরা। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে প্রতিটি বিভাগে ভারতীয় দলকে তাঁদের ঘরের মাঠে টেক্কা দিয়েছিল প্যাট কামিন্সের দল। কিন্তু ট্রফি জয়ের পর থেকে একটি বিষয় টানা সমালোচিত হতে হচ্ছে অজি দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে। কাপ নিয়ে নিজেদের ড্রেসিংরুমে গিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে। 


এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বারবার সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে মিচেল মার্শকে।  অনেকেই বলছেন এভাবে বিশ্বকাপ ট্রফির অপমান করছেন অজি তারকা। আবার অনেকে বলছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গুলিয়ে ফেললে চলবে না। তবে এবার মার্শের কড়া সমালোচনা করলেন  মহম্মদ শামি।


গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি তিনিই। এক সাক্ষাৎকারে শামি বলেন, "এই ট্রফিটা জেতার জন্য প্রত্যেকের লড়াই করে এই ট্রফিটা জিতে তা মাথায় তুলে রাখতে চায় সবাই।  ট্রফির উপর পা রেখে মার্শ ট্রফিটার অপমান করেছে যা কোনোভাবেই কাম্য নয়।"


এদিকে, মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের হল নয়াদিল্লিতে। এমনকী, তাঁকে আর যেন কোনওদিন ভারতের মাটিতে খেলতে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছে।


পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ওই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নীচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। অভিযোগকারী তাঁর অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দফতরেও পাঠিয়েছেন। যাতে মিচেল মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য আর কোনওদিন অনুমতি না দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। অর্ধশতরান করেছিলেন রাহুল, বিরাট। জবাবে রান তাড়া করতে নেমে ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্যাট কামিন্সের দল। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হন ট্রাভিস হেড।