দুবাই: ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অনন্য নজির। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এবার বিশ্বের এক নম্বর ক্রিকেট দল টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) শুরুর আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ছিল টিম ইন্ডিয়া। টেস্টে ২ নম্বরে ছিল তারা। অস্ট্রেলিয়া ছিল এক নম্বরে। প্রথম টেস্টে নাগপুরে জয়ের সঙ্গে সঙ্গে অজিদের সিংহাসনচ্যুত করে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন রোহিতের দল। তার সঙ্গে সঙ্গেই ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। 


উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। দিল্লি টেস্টে জিততেই হবে ভারতকে, যদি টেস্টে ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখতে হয়। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে তাহলে টিম রোহিতরা। ভারতকে এই সিরিজ ৩-১ বা ৩-০ ব্যবধানে জিততে হবে।


ক্রমতালিকায় উন্নতি রোহিত, অশ্বিন, জাডেজার


টেস্ট ক্রমতালিকায় তুমুল উন্নতি করলেন ভারতীয় ক্রিকেট দলের ২ অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বোলারদের ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। অন্য়দিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাডেজা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে ২ জনেই দলের জয়ে মূল ভূমিকা নিয়েছেন। ২ স্পিনার মিলে মোট ১৫ উইকেট নিয়ে নিয়েছেন। ভারতও ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম টেস্টে।


অশ্বিনের স্পিন বোলিংয়ের কােনও উত্তর ছিল না নাগপুরে অজি শিবিরের কাছে। প্রথম ইনিংসে ৪২ রানের বিনিময়ে অশ্বিন ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। মোট ম্যাচে ৮ উইকেট নেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ স্পিনার। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছেন অশ্বিন। অন্য়দিকে জাডেজা নাগপুর টেস্টের প্রথম দিনেই ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। যার মধ্যে স্মিথ ও লাবুশেনের উইকেট ছিল। জাডেজা দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন। 


ভারত অধিনায়ক রোহিত শর্মা নাগপুরে শতরান হাঁকানেরা পুরস্কার স্বরূপ ব্যাটারদের তালিকায় ১০ নম্বর থেকে ৮ নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় অক্ষর পটেল ৭ নম্বরে উঠে এসেছেন।