মুম্বই: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। ফাইনালের পরই অবসর নিয়েছিলেন কুড়ির ফর্ম্য়াট থেকে। চলতি বছর টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছিলেন। আর এবার আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট সম্মান পেলেন রোহিত শর্মা। তাঁকে আসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর জন্য ব্র্যান্ড অ্য়াম্বাসেডর ঘোষণা করা হল।

Continues below advertisement

কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের আগে এত বড় দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রোহিত। হিটম্য়ান বলছেন, ''আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আইসিসি এবং জয় শাহকে ধন্যবাদ জানাই। আইসিসি-র কোনও ইভেন্টের রাষ্ট্রদূত হওয়া আমার জন্য বিরাট সম্মানের। আমাকে জানানো হয়েছে এখনও খেলে চলেছে এমন কোনও খেলোয়াড়কে কখনও আইসিসি-র রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়নি। সেই কারণে এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং অত্যন্ত সম্মানের। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আইসিসি-কে ধন্যবাদ জানাই। আশা করি, আমরা গত বছর যে জাদু তৈরি করেছিলাম সেই একই জাদু তৈরি করতে পারব এবারও। যদিও এবার অন্য সদস্য।''

Continues below advertisement

এদিকে, টি২০ ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ। মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিডিউল ঘোষণা করা হয়আইসিসি-র চেয়ারম্যান জয়শাহ-র তত্ত্বাবধানে হয় অনুষ্ঠান। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। স্বভাবতই পরবর্তী যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেট-প্রেমীদের মনে উঁকি দেবে তা হল, চির-প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ কবে মুখোমুখি হচ্ছে ? উত্তর, ১৫ ফেব্রুয়ারিকলম্বোয় হবে হাই-ভোল্টেজ এই ম্যাচ। একই গ্রুপে রয়েছে- আমেরিকা, নামিবিয়ানেদারল্যান্ড। বাংলার ক্রিকেট-প্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ, সেমিফাইনালের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বইয়েফাইনাল ও একটি সেমিফাইনালের বিকল্প ভেনু হিসাবে রয়েছে কলম্বো। তবে, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে সেমিফাইনাল ১-এর ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামেএমনকী পাকিস্তান ফাইনালে উঠলেও আমদাবাদ থেকে ম্যাচ চলে যাবে কলম্বোয়। উল্লেখ্য, পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপের মহারণফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৮ মার্চ। তবে, পাকিস্তান যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ম্যাচ স্থানান্তরিত হয়ে যাবে শ্রীলঙ্কায়

গ্রুপ পর্বে ভারতের কবে কার বিরুদ্ধে ম্যাচ ?

ভারত বনাম আমেরিকা- ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ে

ভারত বনাম নামিবিয়া- ১২ ফেব্রুয়ারি, দিল্লি

ভারত বনাম পাকিস্তান- ১৫ ফেব্রুয়ারি, কলম্বো

ভারত বনাম নেদারল্যান্ড- ১৮ ফেব্রুয়ারি, আমদাবাদ

প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল পৌঁছাবে সুপার ৮ পর্বে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে- দিল্লি, আমদাবাদ, চেন্নাই, কলকাতা, মুম্বই, কলম্বো ও ক্যান্ডিতে