দুবাই: আইপিএলের মাঝেই টি-টোয়েন্টি (T20 Ranking) ফর্ম্য়াটের ক্রমতালিকা ঘোষণা করল আইসিসি (ICC)। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন ডানহাতি এই ভারতীয় ব্যাটার। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট। তিনি ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ সূর্যর থেকে রেটিংয়ের নিরিখে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন ইংরেজ তারকা। প্রথম দশে ভারতীয়দের মধ্যে যশস্বী জয়সওয়াল রয়েছেন। ছয় নম্বরে থাকা যশস্বীর ৭১৪ রেটিং পয়েন্ট। 


নতুন ক্রমতালিকায় উন্নতি করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্য়ান ও পাকিস্তানের পেস বোলার শাহিন আফ্রিদি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্য়াচের টি-টায়েন্টি সিরিজ চলছে। সেই সিরিজে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার জিতেছেন ২ জনই। ক্রমতালিকাতেও তার প্রভাব পড়ল। সিরিজে একটি ম্য়াচে ৪২ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন চাপম্য়ান। যার জন্য ১২ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। অন্য়দিকে শাহিন আফ্রিদি দ্বিতীয় ম্য়াচে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। যার পুরস্কার স্বরুপ বোলারদের ক্রমতালিকায় ১৭ নম্বর পজিশনে উঠে এসেছেন। কিউয়ি উইকেট কিপার ব্য়াটার টিম সেইফার্ট ২৭ নম্বর থেকে ২৪ নম্বর পজিশনে উঠে এসেছেন। লেগস্পিনার ইশ সোধি ২৩ তম পজিশন থেকে ১৮ তম পজিশনে উঠে এসেছেন বোলারদের তালিকায়। তবে ব্যাটারদের প্রথম পঞ্চাশে ঢুকে পড়লেন নেপালের দীপেন্দ্র সিংহ আইরে। নেপালের ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে কোনও ক্রমতালিকা প্রথম পঞ্চাশে জায়গা করে নিলেন দীপেন্দ্র। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রিমিয়ার কাপে হংকংয়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছিলেন দীপেন্দ্র। যার জন্য পঞ্চাশ নম্বর স্থানে উঠে এলেন তিনি।


এর আগে নেপাল থেক প্রথম পঞ্চাশে জায়গা করে নিয়েছিলেন ২২২ সালে কুশল ভুর্তেল, পারশ খাদকা ২০১৯ সালে ও রোহিত পাউদেল ২০২৪ মার্চে। 


এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলতে ব্যস্ত। এরপর সরাসরি টি-টায়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাঁদের। বিশ্বের প্রথম সারির সব ক্রিকেটারই এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত। ফলে টি-টোয়েন্টি ক্রমতালিকায় খুব বেশি হেরফের হয়নি। সূর্যকুমার যাদব দীর্ঘদিন ধরেই নিজের সিংহাসন ব্যাটারদের তালিকায় ধরে রেখেছেন। বোলারদের তালিকায় প্রথম দশে চার রয়েছেন ভারতের অক্ষর পটেল ও পাঁচে রয়েছেন রবি বিষ্ণোই।