মুম্বই: আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আগামী ১ জুন থেকে শুরু কুড়ির ফর্ম্য়াটের এই বিশ্বকাপ। আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মাঠে বসবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup 2024) খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের। আর সেই ম্য়াচের আগেই বাংলাদেশের সঙ্গে ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কবে সেই ম্য়াচ?


শাকিব আল হাসানদের বিরুদ্ধে ম্য়াচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল শুক্রবার। আসলে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নামবে রোহিত বাহিনী। আর সেই ম্য়াচেই প্রতিপক্ষ টাইগাররা। আইসিসির তরফে জানানো হয়েছে যে টুর্নামেন্টের মূল পর্বের আগে মোট ১৭টি ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে দলগুলো। যুক্তরাষ্ট্রের নতুন স্টেডিয়াম নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্য়াচে খেলতে নামবে ভারত-বাংলাদেশ। প্রায় ৩৪ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। হাইভোল্টেজ ম্য়াচের আগে নিজেদের নতুন পিচে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন রোহিতরা। 


আইপিএল শেষ হচ্ছে আগামী ২৬ মে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ১ জুন থেকে। তাই মাঝে হাতে রয়েছে পাঁচদিন। এত অল্প সময়ের ব্যবধানে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলা কোনওভাবেই সম্ভব নয় ভারতের জন্য। এমনকী যুক্তরাষ্ট্রে পা রাখার পর সেখানেই যাতে ওয়ার্ম আপ ম্য়াচের আয়োজন করা হয়, সেই বিষয়ও আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বিসিসিআই। যা মেনে নেওয়া হয়েছে। আইসিসির তরফে ফ্লোরিডায় প্রস্তুতি ম্য়াচ খেলার কথা বলা হলেও রোহিত বাহিনী ও বিসিসিআই রাজি ছিল না এত ধকল সামলানোর পর। 


২০ ওভারের প্রস্তুতি ম্য়াচ হলেও তা আন্তর্জাতিক ক্রিকেটের আওতায় রাখা হবে না। সেক্ষেত্রে ফিল্ডিংয়ে দলের ১৫ জন প্লেয়ারকেই নামাতে পারবে যে কোনও দল। আগামী ৩০ মে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। পাকিস্তান ও ইংল্যান্ড ছাড়া বাকি সব দলগুলোই মোটামুটি প্রস্তুতি ম্য়াচ খেলবে। এই ২ দল পারস্পরিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যা ২৫-৩০ মে পর্যন্ত চলবে। কিউয়িরাও পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপের মঞ্চে নামবে, ফলে কেনরাও কোনও প্রস্তুতি ম্য়াচ খেলবে না।