নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে এক অনন্য সম্মানে সম্মানিত হল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টিম অফ দ্য ইয়ার ক্যাপ পেল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)।  আইসিসির তরফে পুরস্কার দেওয়া হল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল। তারই পুরস্কার। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) বছরের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে বেছে নেওয়া হল। এছাড়া তাঁকেই বছরের সেরা টি-টোয়েন্টি দলের (T20 Team Of The Year) টুপি পুরস্কার দেওয়া হয়।


দেশের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে টেস্ট টিম অফ দ্য ইয়ার পুরস্কার তুলে দেওয়া হল। এছাড়া রোহিত শর্মা, কুলদীপ যাদব, শুভমন গিল ও মহম্মদ সিরাজকে আইসিসি ওয়ান ডে টিম অফ দ্য ইয়ার অর্থাৎ বর্ষসেরা ওয়ান ডে দলের পুরস্কার হিসেবে ক্যাপ তুলে দেওয়া হল। অর্শদীপ সিংহ টি-টোয়েন্টি টিম অফ দ্য ইয়ার ক্যাপ অর্থাৎ বছরের সেরা টি-টোয়েন্টি দলের পুরস্কার হিসেবে ক্যাপ তুলে দেওয়া হল। 


 






আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ জুন থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল। তবে ভারতের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে খেলতে নামবে আগামী ৯ জুন। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে। 


২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। সেটাই ছিল শেষবার ভারতের কোনও আইসিসি ট্রফি জয়। কিন্তু এরপরের থেকে বেশ কয়েকটি টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যায়। 


গত বছরটা এমনিতেই ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ফাইনালে। আবার নিজেদের ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছে। দুবারই অজিদের জয়ের নায়ক ছিলেন ট্রাভিস হেড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য রোহিত শর্মার নেতৃত্বে জিততে মরিয়া ভারতীয় দল।