মুম্বই: বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজে একের পর এক ইতিহাস গড়েছেন আর অশ্বিন। এশিয়ার মাটিতে টেস্ট উইকেটের নিরিখে ছাপিয়ে গিয়েছেন অনিল কুম্বলেকে। অশ্বিনই এখন এশিয়া উপমহাদেশে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার জিতে স্পর্শ করেছেন মুথাইয়া মুরলীধরনের বিশ্বরেকর্ড।
তবু সিংহাসন হারালেন অশ্বিন। তাঁকে সিংহাসনচ্যুত করলেন স্বদেশীয় যশপ্রীত বুমরা। অশ্বিনকে সরিয়ে টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বুম বুম বুমরা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে অশ্বিন ও বুমরা - দুজনই নিয়েছিলেন ১১টি করে উইকেট। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত বল করে আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন বুমরা। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে নজির স্পর্শ করেছিলেন। অশ্বিনের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি রয়েছে বুমরার। চলতি বছরে ৩৮টি টেস্ট উইকেট নিয়েছেন।
কানপুর টেস্টে ঝোড়ো ব্যাটিং করেছেন বিরাট কোহলি। সবচেয়ে কম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি। কানপুরে প্রথম ইনিংসে ঝোড়ো ৪৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৯ রান করেছেন কোহলি। ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে একবারে ৬ ধাপ উঠে ৬ নম্বরে উঠে এসেছেন কোহলি। প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছিলেন। সদর্পে ফিরলেন কোহলি।
ব্যাট হাতে স্বপ্নের ছন্দে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কানপুর টেস্টে ভারতের বাঁহাতি ওপেনার ম্যাচের সেরা হয়েছেন। প্রথম ইনিংসে তাঁর ঝোড়ো হাফসেঞ্চুরি ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। রেকর্ড রান রেট রেখে স্কোরবোর্ড সচল রেখেছিলেন যশস্বী। টেস্টে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম তিনে ঢুকে পড়লেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। চেন্নাইয়ে প্রথম টেস্টের পর ছিলেন পাঁচ নম্বরে। কানপুরে ভাল খেলার পুরস্কার হিসাবে তিনি পেরিয়ে গেলেন স্টিভ স্মিথকে। কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং অর্জন করে নিলেন। ইংল্যান্ডের জো রুট ও নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসনের পরেই আছেন তিনি।
আরও পড়ুন: কোহলি ও রবি শাস্ত্রীর জন্য টেস্টে পুনর্জন্ম? বড় তথ্য ফাঁস করলেন রোহিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।