কানপুর: টেস্ট ক্রিকেটে তাঁর পুনর্জন্ম হয়েছে। একটা সময় বলা হতো, তাঁকে কার্যত জোর করে খেলানো হচ্ছে পাঁচদিনের ক্রিকেটে। সেই রোহিত শর্মাই (Rohit Sharma) এখন টেস্টে ভারতের অধিনায়ক। নিজেও ব্যাট হাতে নজর কেড়ে চলেছেন। তাঁর নিঃস্বার্থ ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে।


রোহিত নিজে টেস্টে তাঁর পুনর্জন্মের জন্য কৃতিত্ব দিচ্ছেন দুজনকে। বিরাট কোহলি ও রবি শাস্ত্রী।


কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা। বলা হতো, ভারতীয় দলের দুই সুপারস্টারের পারস্পরিক সম্পর্ক নাকি মোটেও সুখের নয়। বরং রোহিত বনাম কোহলি বৈরিতার খবর শোনা যেত ভারতীয় ক্রিকেটের আনাচ কানাচে।


সেই কোহলিকেই বড় সার্টিফিকেট দিলেন রোহিত। জানালেন, টেস্ট ক্রিকেটে তাঁর দ্বিতীয় জন্মের নেপথ্যে অবদান রয়েছে বিরাটেরও। রোহিত জানিয়েছেন, কোহলি ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তাঁকে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলতে উৎসাহ দিয়েছিলেন। সেই ম্যাচে প্রথম বলে আউট হয়ে যান রোহিত। তবে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মন্ত্র ছাড়েননি। টেস্টে মিডল অর্ডারে খেললেও ২০১৯ সালে প্রথমবার ইনিংস ওপেন করেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তারপর থেকেই টেস্টে বদলে যায় রোহিতের ভাগ্যের চাকা।


যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে রোহিত বলেছেন, 'দ্বিতীয় ইনিংসে আমাকে ওপরের দিকে ব্যাট করতে পাঠানোর জন্য বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। টেস্টে আমাকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানোর সিদ্ধান্ত সহজ ছিল না। ওরা আমার ওপর ভরসা রেখেছিল। ওরা আমাকে একটা প্র্যাক্টিস ম্যাচে খেলতে বলেছিল। আমি রাজি হই। সেই ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলাম। তবে সেদিন বুঝেছিলাম আমার হাতে আর কোনও বিকল্প নেই। টেস্ট ক্রিকেটে সেখান থেকেই আমার নতুন জন্ম হয়। আমি জানতাম সুযোগ কাজে লাগাতেই হবে। সে যেখানেই ব্যাটিংয়ের সুযোগ পাই, ওপেনিং হোক, পাঁচ বা ছ'নম্বরে বা তার নীচে।'


২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল রোহিতের। তবে দলে জায়গা পাকা করতে লড়াই করতে হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত ৬ বছরে মাত্র ২৭টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ১৫৮৫ রান। তিনটি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরি ছিল। তারপরই টেস্ট দলে জায়গা পাকা করতে ভয়ডরহীন ব্যাটিং করার পন্থা নেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও যে মানসিকতার প্রতিফলন দেখা গিয়েছে। ইনিংসের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে ভারতের ইনিংসের রিংটোন সেট করে দেন হিটম্যান রোহিতই।


তাঁর কথায়, 'ম্যাচে আমার বার্তা খুব স্পষ্ট ছিল। আমি টিকে থাকার চেষ্টা করব না আর নিজের স্বাভাবিক খেলাই খেলব। চাপমুক্ত হয়ে ব্যাটিং করব ভেবেই নেমেছিলাম। আমি জানতাম বল যদি ঠিক জায়গায় পাই, সে যদি টেস্ট ম্যাচের প্রথম বলও হয়, ছক্কাই মারব। আমি যেটা চেয়েছিলাম সেটাই করতে দিয়েছে বাংলাদেশ।'



রোহিত জানিয়েছেন, ২০১৫ সাল থেকেই টেস্টে তাঁকে ওপেনার হিসাবে খেলাতে আগ্রহী ছিলেন রবি শাস্ত্রী। রোহিতের কথায়, 'অনেক দিন থেকেই রবি ভাই চাইছিলেন আমাকে দিয়ে টেস্টে ওপেন করাবেন। ২০১৫ সালে আমাকে বলেছিলেন যে, নিজেকে ওপেনার হিসাবে দেখা উচিত। তিনি চেয়েছিলেন আমি ওপেন করি। তবে সেই সিদ্ধান্ত আমার হাতে ছিল না।'


ওপেনার হিসাবে ৩৪ টেস্টে ২৫৯৪ রান করেছেন রোহিত। ৯টি সেঞ্চুরিও করেছেন । রয়েছে সাতটি হাফসেঞ্চুরি।


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে নজর কেড়েছিলেন, তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।