মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের (India vs NZ) লজ্জাজনক হারের মাঝে একমাত্র উজ্জ্বল রেখা ছিলেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ভারতের স্বপ্ন বেঁচে ছিল।


শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিততে পারেনি। তবে পারফরম্যান্সের পুরস্কার পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৩ টেস্টের সিরিজে ২৬১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পন্থই। ৪৩.৫০ গড়ে রান করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, ৮৯.৩৮ স্ট্রািক রেট রেখে রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরি করেছেন সিরিজে।


সেই পারফরম্যান্সের পরই আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় লম্বা লাফ পন্থের। এক লাফে পাঁচ ধাপ উঠে ছয়ে উঠে এসেছেন পন্থ। সাড়ে সাতশো রেটিং পয়েন্ট সহ। প্রথম টেস্টে বেঙ্গালুরুতে ৯৯ রান করেছিলেন পন্থ। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হারিয়েছিলেন।


পন্থ ছাড়াও আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন নিউজ়িল্যান্ডের ডারিল মিচেল (Daryl Mitchell)। এক লাফে আট ধাপ উঠে সাত নম্বরে রয়েছে কিউয়ি তারকা। সিরিজে ৫ ইনিংসে ১৫৭ রান করেছেন তিনি। মুম্বই টেস্টের প্রথম ইনিংসে তাঁর ৮২ রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।


যশস্বী জয়সওয়াল এক ধাপ নীচে নেমে গিয়েছেন। আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার জেরে ব়্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছেন বিরাট কোহলি। প্রথম কুড়ির বাইরে চলে গিয়েছেন তিনি। এক ধাক্কায় আট ধাপ নীচে নেমে গিয়েছেন কোহলি। আপাতত তিনি রয়েছেন ২২ নম্বরে।


সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ছন্দে না থাকা পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের পেছনে তিনি। ১৭ নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। রিজওয়ানের ব়্যাঙ্কিং ২২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে জঘন্য ফর্মের জন্য পিছিয়ে পড়লেন কোহলি। ছয় ইনিংসে তাঁর স্কোর ০, ৭০, ১, ১৭, ৪, ১। তারকা ক্রিকেটারের ব্যর্থতা কিউয়িদের কাছে সিরিজ হারের অন্যতম কারণ। 


বোলারদের ব়্যাঙ্কিংয়ে ২ ধাপ ওপরে উঠে ছয়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তবে আর অশ্বিন এক ধাপ নেমে গিয়েছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে। নিউজ়িল্যান্ডের আজাজ পটেল ১২ ধাপ উঠে বোলারদের তালিকায় ২২ নম্বরে উঠে এসেছেন।


আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।