করাচি: সামনেই বিশ্বকাপ। দেশের মাটিতেই এবারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। আর বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমীরা সবসময়ই ভারত ও পাকিস্তানের (IND vs PAK) ম্যাচের অপেক্ষায় প্রহর গোনেন। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে বহুদিনই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বড় বড় টুর্নামেন্টেই দুই চিরপ্রতিদ্বন্দী একে অপরের মুখোমুখি। আর ম্যাচের বহু আগে থেকেই চড়তে থাকে উত্তজনার পারদ। শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা।


এবারের বিশ্বকাপে ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচকে উপলক্ষ্য ইতিমধ্যেই আমদাবাদ ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। সাধারণ সময়ের থেকে প্রায় ২০ গুণ পর্যন্ত অধিক দামে ঘর বুক করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন বিশ্বকাপে শুধু ভারত-পাকিস্তান ম্যাচই শেষ কথা নয়। গ্রুপ পর্বের নয়টি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।


বাবর এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা বিশ্বকাপ খেলব, কেবল ভারতের বিরুদ্ধে খেলব না। আরও আটটা দল টুর্নামেন্টে রয়েছে। শুধু ভারতকে হারিয়েই কিন্তু টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনো যাবে না। তাই শুধু একটি দলের ওপর ফোকাস রাখলে চলবে না। আমরা সব দলের দিকেই নজর রাখছি। ওদের সবার বিরুদ্ধে ভাল খেলা এবং ম্যাচগুলি জেতাই আমাদের লক্ষ্য।'


সম্প্রতি পাকিস্তানের আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়েও একটা চাপানউতোর তৈরি হয়েছে। এরই মাঝে পড়শি দেশে খেলতে আসার জন্য পাকিস্তানি খেলোয়াড়রা ঠিক কতটা প্রস্তুত? বাবর কিন্তু সোজাসাপ্টা জানিয়ে দেন, ম্যাচ যেখানেই আয়োজিত হোক না কেন, তাঁরা মাঠে নামার জন্য প্রস্তুত। 'যেখানেই ক্রিকেট খেলা হবে, যেখানেই আমাদের ম্যাচ থাকবে, আমরা সেখানেই খেলব। পেশাদারের তো সবসময় সবকিছুর জন্য তৈরি থাকতে হয়। ভিন্ন পরিবেশে খেলার চ্যালেঞ্জটা নেওয়া এবং পারফর্ম করাটাই তো আসল। আমি অধিনায়ক এবং খেলোয়াড় হিসাবে সব দেশে খেলতে এবং পাকিস্তানকে ম্যাচ জেতাতে চাই। আমাদের চিন্তাভাবনাটা এমনই। কোনও এক বিশেষ দলকেন্দ্রিক একেবারেই নয়।' বলেন পাক অধিনায়ক।


প্রসঙ্গত, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ নভেম্বর বাবররা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?