দুবাই: আইপিএলের (IPL 2024) মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup) পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল। তবে পুরুষদের নয়, মহিলাদের। আইপিএলের ঠিক পরেই শুরু হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে। বাংলাদেশের মাটিতে বসছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।


দশ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। সূচি ঘোষণা হতেই সকলেই আগ্রহী ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে তা জানার জন্য। ৬ অক্টোবর সিলেটে হবে ভারত বনাম পাকিস্তান লড়াই। গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজ়িল্যান্ড, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী ১ নম্বর দল। গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশে ও যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল।


৩ অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ঢাকায় স্থানীয় সময় দুপুর তিনটেয় শুরু হবে সেই ম্যাচ। সেদিনই আয়োজক বাংলাদেশ সন্ধ্যা সাতটায় নামবে যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দলের বিরুদ্ধে।


ফাইনাল হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে হরমনপ্রীত কৌরদের প্রথম ম্যাচ ৪ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৯ অক্টোবর যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীতরা। ১৩ অক্টোবর ভারতের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মোট ২৩টি ম্যাচ হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই নিয়ে দ্বিতীয় বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের হবে বাংলাদেশে।


এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক ৬ বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ৪ অক্টোবর সিলেটে প্রথম ম্যাচ অজ়িদের।  


 






টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের ম্যাচ কবে, কোথায়, কাদের বিরুদ্ধে


৪ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, সিলেট। 


৬ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, সিলেট। 


৯ অক্টোবর: ভারত বনাম প্রথম কোয়ালিফায়ার দল। 


১৩ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া।             


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন ময়ঙ্ক? তরুণ ফাস্ট বোলারের ফিটনেস আপডেট দিলেন ল্যাঙ্গার