কলম্বো: মহিলাদের বিশ্বকাপে (ICC Womens World Cup 2025) ভারত বনাম পাকিস্তান ম্যাচ একটি আজব কারণে বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রিকেটারদের মধ্যেও।

কলম্বোর মাঠে পোকার উৎপাতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাটি ৩৪তম ওভারের পরে ঘটে, যখন টিম ইন্ডিয়া ১৫৪ রান তুলেছিল। তখনই দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছাড়তে শুরু করেন। এর পরে গ্রাউন্ড স্টাফেরা মাঠে 'কীটনাশক স্প্রে' ছড়ান। এই সময়ে ম্যাচটি প্রায় ১৫ মিনিটের জন্য বন্ধ ছিল।

বিরতির আগে বহুবার ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়দের পোকার দ্বারা বিরক্ত হতে দেখা যায়। পাকিস্তানি ক্যাপ্টেন ফতিমা সানার 'বাগ স্প্রে' ছিটানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও অনেক পাক প্লেয়ারকে পোকার কারণে খারাপ পরিস্থিতি নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

পোকার কারণে খেলাতে বাধা আসছিল, এরই মধ্যে পাকিস্তানের একজন পরিবর্ত প্লেয়ারকে পোকার উপর স্প্রে করতে দেখা যায়। এছাড়াও পাক ক্যাপ্টেন ফতিমা সানাও একই কাজ করেন। যখন ভারতীয় ব্যাটসম্যানদেরও বেশি সমস্যা হতে শুরু করে, তখন অবশেষে আম্পায়াররা খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এমন ঘটনা খুব কম দেখা যায়। ভাল ব্যাপার হল, ম্যাচ বেশি সময় ধরে বন্ধ ছিল না।

বিরতি নেওয়ার আগে হরলিন দেওল ছিলেন শেষ ভারতীয় ব্যাটসম্যান যিনি আউট হন। তিনি ৪৬ রান করেন। এর পরে খেলা পুনরায় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই জেমাইমা রদ্রিগেজও আউট হয়ে যান, যিনি ৩২ রান যোগ করেন। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা বড় রান পাননি।

মহিলাদের বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তুলল ভারত। ৫০ ওভারে ২৪৭ রানে শেষ হল ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর হারলিন দেওলের। ৪৬ রান করেন তিনি। ৬৫ বল খেলে। তবে একটা সময় মনে হচ্ছিল ভারতের ইনিংস ২১৫-২২০ রানের ভেতর আটকে যাবে। সেখান থেকেই প্রায় আড়াইশো ছুঁই ছুঁই স্কোর করল ভারত। সৌজন্যে এক বঙ্গকন্যা। রিচা ঘোষ। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন রিচা। ভারতও বড় স্কোর তুলল বোর্ডে।