মুম্বই: ২ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ভারতীয় দল ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছেন। কলকাতায় প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে হার। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্য়াচে হার মানে সিরিজও খোয়ানো। আর এই সিরিজের পরই শুরু হতে চলেছে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। কিন্তু ওয়ান ডে সিরিজের আগে চাপ বাড়াবে শুভমন গিলের ঘাড়ের ব্যথা। টেস্ট সিরিজ থেকে হয়ত পুরোপুরি ছিটকেই গিয়েছেন। কিন্তু ওয়ান ডে সিরিজেও কি পাওয়া যাবে না তাঁকে?  

Continues below advertisement

গত অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ওয়ান ডে ফর্ম্য়াটেও দায়িত্ব সামলাচ্ছেন গিল। রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটের নেতৃত্ব থেকে। গিলের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে হারলেও রোহিত ও বিরাটের ব্যাটে শেষ দুটো ম্য়াচে ঝড় দেখা গিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ অভিজ্ঞতা তারকা যখন আবার জাতীয় দলে ফিরবেন, তখন গিল যদি না খেলেন, কে নেতৃত্বভার সামলাবেন? 

টেস্টে ঋষভ পন্থ গিলের অনুপস্থিতিতে নেতৃত্বভার সামলাচ্ছেন। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে কে সেই দায়িত্ব সামলাতে পারন? শ্রেয়স আইয়ারও চোটের জন্য মাঠের বাইরে, নইলে তিনিই সামলাতেন নেতৃত্বের দায়িত্ব। শ্রেয়স না থাকায় হয়ত কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাতে পারেন কে এল রাহুল। অভিজ্ঞতার জন্যই রাহুলকে এগিয়ে রাখা হচ্ছে। এছাড়া প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। অস্ট্রেলিয়া সফরে চোটের জন্য় যাঁকে পাওয়া যায়নি।

Continues below advertisement

হায়দরাবাদের নেতৃত্বে কামিন্সইআগামী মরশুমে অর্থাৎ ২০২৬ আইপিএলেও অজি তারকার ওপরই ভরসা রাখল হায়দরাবাদ টিম ম্য়ানেজমেন্ট। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় কামিন্সের নতুন মরশুমে অধিনায়ক থাকার বিষয়ে সিলমোহর দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে পিঠের চোটের থেকে পুরোপুরি এখনও সেরে ওঠেননি কামিন্স। তাঁকে ছাড়াই অ্য়াশেজে প্রথম টেস্টে খেলতে নামবে অজি ব্রিগেড। স্টিভ স্মিথের নেতৃত্বে খেলবে অস্ট্রেলিয়া শিবির। দ্বিতীয় টেস্ট থেকে হয়ত ফের জাতীয় দলের জার্সিতে ফিরতে দেখা যাবে অজি পেসারকে। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ইংল্য়ান্ড প্রথম টেস্ট। ২০২৪ সালে নিলামে ২০.৫০ কােটি টাকা মূল্যে কামিন্সকে দলে নিয়েছিল সানরাইজার্স। আইপিএলে এর আগে কেকেআর ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন। দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে ওয়ান ডে বিশ্বকাপ, টেস্ট চ্য়াম্পিয়নশিপ জয়ের নজির গড়েছেন।